Indian Football Team: অবশেষে যাবতীয় জল্পনার অবসান হল। ঘোষণা করে দেওয়া হল ভারতীয় ফুটবল দলের নয়া কোচের নাম। খালিদ জামিলকে (Khalid Jamil) ভারতীয় ফুটবল দলের নয়া হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। শুক্রবার (১ অগাস্ট) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি একথা ঘোষণা করেছে। প্রসঙ্গত, ১৩ বছর পর ভারতীয় ফুটবল দলে কোনও ভারতীয় কোচ নিয়োগ করা হল। ইতিপূর্বে ২০১১-১২ মরশুমে ভারতের সাবিও মেডেইরা টিম ইন্ডিয়ার কোচ ছিলেন।
Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের
মানোলো মার্কোয়েজের ইস্তফার পর খালি হয়েছিল পদ
গত মাসে ভারতীয় ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কোয়েজ হেড কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁর কার্যকালে ভারতীয় ফুটবল দল একেবারে ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। এবার খালিদ জামিলকে তাঁর জায়গায় বসানো হল। এই ব্যাপারে আগেই জানিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। হেড কোচের দৌড়ে জামিল ছাড়াও নাম লিখিয়েছিলেন স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্লোভাকিয়ার ম্য়ানেজার স্টিফন টারকোভিচ। কিন্তু, শেষপর্যন্ত খালিদ জামিলই বাজিমাত করলেন।
কুয়েতে জন্মগ্রহণ করেন খালিদ জামিল
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কুয়েতে জন্মগ্রহণ করেছেন খালিদ জামিল। ৪৯ বছর বয়সি খালিদ ফুটবলার হিসেবে (২০০৫ সাল থেকে মাহিন্দ্রা ইউনাইটেডের সঙ্গে) এবং কোচ হিসেবে (২০১৭ সালে আইজল এফসি-র সঙ্গে) ভারতের শীর্ষ ডিভিশন খেতাব জয় করেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে তিনি টানা ২ মরশুম (২০২৩-২৪ এবং ২০২৪-২৫) পুরুষ কোচ অফ দ্য ইয়ার খেতাব জয় করেছেন। এবার ভারতীয় ফুটবলের হেড কোচ হিসেবে তিনি কতটা সাফল্য অর্জন করতে পারেন, সেটাই আপাতত দেখার। পাশাপাশি, ইন্ডিয়ান সুপার লিগেও তিনি কোচিং করিয়েছেন। এবার খালিদের সামনে নয়া মিশন।