Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের

Indian football FIFA ranking 2025: ভারতীয় ফুটবল দলের ব্যর্থতার মুকুটে আরও একটি লজ্জার পালক যুক্ত হল। সর্বশেষ ফিফা ব়্যাঙ্কিংয়ে তারা এক ধাক্কায় ৬ ধাপ নীচে নেমে গিয়েছে।

Indian football FIFA ranking 2025: ভারতীয় ফুটবল দলের ব্যর্থতার মুকুটে আরও একটি লজ্জার পালক যুক্ত হল। সর্বশেষ ফিফা ব়্যাঙ্কিংয়ে তারা এক ধাক্কায় ৬ ধাপ নীচে নেমে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sunil Chhetri (4)

অবসর ভেঙে ফিরে এলেও কালিমালিপ্ত হল সুনীল ছেত্রীর কেরিয়ার

Indian Football: আর কত নীচে নামবে ভারতীয় ফুটবল দল? এই প্রশ্নটাই আপাতত গোটা দেশজুড়ে ঘুরতে শুরু করেছে। আন্তর্জাতিক ফুটবল সংস্থার (FIFA Ranking) পক্ষ থেকে সর্বশেষ যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে ভারতীয় পুরুষ ফুটবল দলের অবস্থান কার্যত ভয়াবহ। আরও ৬ ধাপ নীচে নেমে আপাতত ১৩৩ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri), সন্দেশ ঝিংগানরা। প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ জুলাই) এই তালিকা প্রকাশ হওয়ার পরই ভারতীয় ফুটবলে (AIFF) কার্যত গেল গেল রব শুরু হয়ে গিয়েছে। কারণ প্রায় গত ১০ বছরে ভারতীয় ফুটবলের ব়্যাঙ্কিং কখনই এতটা নিম্নগামী হয়নি। ২০১৬ সালের ডিসেম্বর মাসে টিম ইন্ডিয়ার ব়্যাঙ্কিং ১৩৫-য়ে নেমেছিল।  

Advertisment

আপনারাই সকলেই জানেন, ২০২৩ সালের শেষদিক থেকে নীল শার্দূলবাহিনীর অবনমন শুরু হয়েছিল। এর আগে ভারতীয় ফুটবল দল পরপর তিনটে ট্রফি জয় করে। আর সেকারণে শীর্ষ ১০০-র মধ্যে টিম ইন্ডিয়া নামও লিখিয়ে ফেলেছিল।

Indian Football Team: মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে

Advertisment

এরপর ২০২৩ এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। এরপর ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব থেকেও ছিটকে যান সুনীল ছেত্রীরা।

Indian Football Team: মানোলোর পর সুনীল-সন্দেশদের হেড স্যর কে? কোচ চেয়ে বিজ্ঞপ্তি ফেডারেশনের

কোচ বদলেও বদলায়নি ভাগ্য

এই বিদায়ের পর কড়া সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন কোচ ইগর স্টিম্য়াচ। শেষপর্যন্ত তাঁকে পত্রপাঠ বিদায় করা হয়। সেই ফাঁকা সিংহাসনে বসানো হয় মানোলো মার্কুয়েজকে। মানোলোর হাতে প্রায় ১৬ মাস ভারতীয় ফুটবল দলের দায়িত্ব থাকে। কিন্তু, তিনিও কোনও আশার আলো দেখাতে পারেননি। চলতি মাসের শুরুতেই মানোলো মার্কুয়েজের সঙ্গে ভারতীয় ফুটবল দলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই স্প্যানিশ কোচের অধীনে হংকংয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়া শেষ ম্য়াচ খেলতে নেমেছিল। ২০২৭ এএফসি এশিয়ান কাপ তৃতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারত ০-১ গোলে হেরে গিয়েছিল।

Indian Football Team: 'এবার বিশ্বকাপ খেলব...', দাবি ভারতের তারকা ফুটবলারের

বিশ্ব ফুটবলের বর্তমান ব়্যাঙ্কিংয়ে এক ধাক্কায় ৬ ধাপ নীচে নেমে যাওয়া, অবশ্যই একটি লজ্জাজনক ঘটনা। সেই লজ্জারই সাক্ষী আপাতত হচ্ছে ভারতীয় ফুটবল দল। টিম ইন্ডিয়ার মতো এক ধাক্কায় ৬ ধাপ নীচে নেমেছে চাইনিজ তাইপেই, কায়ম্যান আইল্যান্ডস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এল সালভাদর এবং স্লোভাকিয়া ফুটবল দল।

Indian Football Team News: রাজত্ব ভারতীয় ফুটবলের, বাঘিনীদের দাপটে তটস্থ মঙ্গোলিয়া

একমাত্র কঙ্গো, মালদ্বীপ, হাইতি এবং জামাইকা সর্বশেষ ফিফা ব়্যাঙ্কিংয়ে এক ধাক্কায় ৭ ধাপ নীচে নেমে গিয়েছে।

Sunil Chhetri Indian Football AIFF FIFA Ranking