/indian-express-bangla/media/media_files/2025/07/27/indian-football-team-coach-2025-07-27-20-22-02.jpg)
Indian Football Team Coach: ভারতীয় ফুটবলের হেড কোচ হচ্ছেন খালিদ জামিল? নাম ঘোষণার আগেই তোলপাড়!
Indian football team head coach: ভারতীয় ফুটবলের হেড কোচের (Indian football team) পদে অবশেষে দেশেরই একজন কোচ বসতে চলেছেন, এই সম্ভাবনাই জোরদার হচ্ছে। সবকিছু ঠিকঠাক এগোলে বহু প্রতীক্ষার পর খালিদ জামিল (Khalid Jamil) হতে চলেছেন ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) টেকনিক্যাল কমিটির বড় অংশই তাঁর নামের পক্ষে সায় দিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, AIFF যদি উপযুক্ত আর্থিক প্রস্তাব দেয়, তাহলে ভারতের হেড কোচ হিসেবে নিয়োগ চূড়ান্ত হতে পারে খালিদের। এর ফলে সুখবিন্দর সিংয়ের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে দেশের জাতীয় দলের হেড কোচ হওয়ার গৌরব অর্জন করবেন তিনি। আগামী ১ আগস্ট ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠকেই কোচের নামে চূড়ান্ত সিলমোহর পড়বে বলে সূত্রের খবর।
কে কে রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়?
মানোলো মার্কেজ পদত্যাগ করার পর ভারতীয় দলের কোচের পদ শূন্য হয়ে পড়ে। ফেডারেশনের কাছে ১৭০টি বায়োডেটা জমা পড়ে। যদিও সংখ্যাটা গতবারের তুলনায় অনেকটাই কম (২০২১ সালে ছিল প্রায় ২৯১)। সেই তালিকা থেকে তিনজনের নাম AIFF-এর এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠানো হয়েছে।
এই তিনজন হলেন—
- খালিদ জামিল (ভারত)
- স্টিফেন কনস্ট্যানটাইন (প্রাক্তন ভারতীয় এবং ইস্টবেঙ্গল কোচ)
- স্টেফান তারকোভিচ (স্লোভাকিয়া ও কিরঘিজস্তানের প্রাক্তন কোচ)
খালিদের অভিজ্ঞতা
খালিদ জামিল ভারতের ঘরোয়া ফুটবলে একটি পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। ২০১৭ সালে তিনি আইজল এফসি-কে আই লিগ চ্যাম্পিয়ন করেছিলেন, যা ভারতীয় ফুটবলে এক ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। পরে আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসি-র কোচ হিসেবে দারুণ পারফর্ম করেছেন এবং দুটি দলকেই সেমিফাইনালে তুলেছিলেন।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/27/khalid-jamil-2025-07-27-20-28-34.jpg)
আরও পড়ুন জাভি ভারতের কোচ হতে চেয়েছিলেন? জানলে অবাক হবেন পুরো ঘটনাটার আসল রহস্য!
কনস্ট্যানটাইন ও তারকোভিচের অভিজ্ঞতা
স্টিফেন কনস্ট্যানটাইন ভারতের জাতীয় দলের কোচ ছিলেন দু'বার। তিনি ভারতীয় ফুটবলের অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। অন্যদিকে, ইউরোপীয় অভিজ্ঞতা সম্পন্ন স্টেফান তারকোভিচ আন্তর্জাতিক ফুটবলে বেশ কিছু গুরুত্বপূর্ণ দলকে কোচিং করিয়েছেন।
কে এগিয়ে?
AIFF-এর জাতীয় দল ডিরেক্টর সুব্রত পাল জানিয়েছেন, তিনজনের মধ্যে প্রতিটি কোচেরই যোগ্যতা আছে এবং তাঁরা ভারতীয় দলের উন্নতির জন্য উপযুক্ত। তবে পরিস্থিতি বলছে, খালিদের নামটাই এগিয়ে আছে তালিকার শীর্ষে।
আরও পড়ুন বিশ্বকাপ জয়ী তারকা এবার ভারতের কোচ! এক খবরেই ভারতীয় ফুটবলে বিস্ফোরণ
আবেদনকারী আরও অনেক হাই-প্রোফাইল কোচ
লিভারপুলের প্রাক্তন কিংবদন্তি রবি ফাওলারও আবেদন করেছিলেন ভারতের হেড কোচের পদে। তিনি আগে ইস্টবেঙ্গলের কোচ ছিলেন। তাছাড়াও, ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের কোচ কাইও জানারদি, বার্সেলোনার রিজার্ভ দলের ম্যানেজার জর্ডি ভিনিয়ালস ও অস্ট্রেলিয়ান হ্যারি কিওয়েলের মতো প্রোফাইলও ছিল এই তালিকায়।
পরবর্তী পদক্ষেপ
এখন AIFF-র তরফে শুরু হবে অর্থ ও চুক্তির আলোচনার পর্ব। এই আলোচনাই নির্ধারণ করবে, খালিদ জামিলই কি শেষ পর্যন্ত ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেবেন, নাকি কেউ অন্য? তবে দেশের মাটিতে দেশীয় কোচের প্রত্যাবর্তনের ইঙ্গিত নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য একটি ইতিবাচক বার্তা।