বিশ্বকাপের পরে ভারতের বিরুদ্ধেও শোচনীয় পারফরম্যান্স। তাই এবার ক্যাপ্টেনই পরিবর্তন করে ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে এবং টি টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল জেসন হোল্ডার এবং কার্লোস ব্রেথওয়েটকে। পরিবর্তে সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই নেতা হিসেবে ঘোষণা করল কায়রণ পোলার্ডের নাম। ওয়েস্ট ইন্ডিজের এক প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা গত সপ্তাহে বৈঠকেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে। নিজেদের মধ্যে ভোটাভুটিতে কায়রণ পোলার্ডের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
পোলার্ড অবশ্য জাতীয় দলের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে বহুদিন খেলেননি। ৩২ বছরের তারকা শেষ ওডিআই খেলেন ২০১৬ সালে। বিশ্বকাপের রিজার্ভ দলে জায়গা পেয়েছিলেন তিনি। তবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দেখা গিয়েছিল তারকা ক্যারিবিয়ানকে।
বিগ হিটার এই অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে ১০১টি ম্যাচ খেলে ২৫.৭১ গড়ে ২২৮৯ রান করেছেন। তিনটে শতরান সহ নটা অর্ধশতরানও করেছেন। পাশাপাশি বল হাতে ৫০টি উইকেটও দখল করেছেন তিনি। টি টোয়েন্টিতে ৬২টি ম্যাচে ৯০৩ রান করেছেন। ব্যাটিং গড় ২১.৫০। উইকেট সংখ্যা ২৩টি।
দশ দলের বিশ্বকাপে শোচনীয় পারফরম্যান্স করে ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে শেষ করে। নটা ম্যাচে উইন্ডিজের জয় মাত্র দুটোতে। তারপরে ভারতের বিপক্ষেও তিনটে টি-টোয়েন্টি ম্যাচে একটাতেও জয় পায়নি তাঁরা।
যাইহোক, এরপরে ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী লক্ষ্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়। নভেম্বরের ৫ তারিখ থেকে দেরাদুনে শুরু হবে খেলা। সিরিজে তিনটে টি টোয়েন্টি, ওয়ান ডে সহ একটা টেস্টও খেলবে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ।