Advertisment

শাহরুখের কেকেআরে ৮০ লক্ষের জালিয়াতি, থানায় গেল নাইটরা

এ সিং সেই দায়িত্ববোধ অপরাধমূলক কাণ্ডে ব্যবহার করেছিলেন। টানা সাত বছর কেকেআরে তিনি এই জালিয়াতি চালিয়ে গিয়েছেন। সংশ্লিষ্ট ফার্মদের কাছ থেকে ৮০ লক্ষ টাকা পকেটস্থ করেছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Shah Rukh Khan KKR

কেকেআরের খেলা দেখতে মাঠে শাহরুখ (আইপিএল টি২০)

কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের এক কর্মচারীর নামে অভিযোগ জমা পড়ল পুলিশের কাছে। কেকেআর-কে ৮০ লক্ষ টাকার জালিয়াতি করার অভিযোগে অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, কেকেআরের তরফে বিভিন্ন ক্রীড়াসরঞ্জাম নিয়ে আসার দায়িত্বে তিনি। তবে বেশি অঙ্কের বিল জমা দিয়ে ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাগুলির কাছ থেকে কমিশন বাবদ অর্থ উপার্জনই লক্ষ্য ছিল তাঁর। তারপরেই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ জালিয়াতি এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisment

যদিও এই বিষয়ে কেকেআরের কোনও কর্তা মুখ খোলেননি। মুম্বই মিরর-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেকেআরে কর্মরত ছিল এ সিং নামের এক ব্যক্তি। বিভিন্ন ভেন্ডরদের কাছে কেকেআরের তরফে ক্রিকেট সংক্রান্ত সরঞ্জামের অর্ডার দেওয়ার দায়িত্বে ছিলেন তিনি।

আরও পড়ুন কোহলিকে তোপ রায়নার! কেরিয়ার নষ্টের জন্য সরাসরি দায়ী বিরাট

অভিযোগ অনুযায়ী, এ সিং সেই দায়িত্ববোধ অপরাধমূলক কাণ্ডে ব্যবহার করেছিলেন। টানা সাত বছর কেকেআরে তিনি এই জালিয়াতি চালিয়ে গিয়েছেন। সংশ্লিষ্ট ফার্মদের কাছ থেকে ৮০ লক্ষ টাকা পকেটস্থ করেছিলেন তিনি। পুলিশ আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, এ সিং সংশ্লিষ্ট ভেন্ডরদের বেশি অঙ্কের বিল তৈরি করতে বলতেন। সেখান থেকে নিজের কমিশনও আদায় করতেন তিনি। কোনও সংস্থা বেশি অঙ্কের বিল জমা দিতে রাজি না থাকলে, চুক্তি বাতিল করে দিতেন তিনি। নগদ অর্থে তিনি কমিশন নিতেন।

আরও পড়ুন হোটেলে ধোনি ‘খুশ’ করেছিলেন এই পাক মডেলকে, ছবিতে রইল অজানা গল্প

কেকেআরে কিছুদিন আগে অডিটের সময় এই জালিয়াতি ধরা পড়ে। ইনভয়েসে ব্যাপক অসঙ্গতির হদিশ মেলে। মুম্বইয়ের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, "একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযোগকারীদের বক্তব্য, নিজের ক্ষমতার অপব্যবহার করে কোম্পানির আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে।"

IPL KKR
Advertisment