KKR vs RCB Weather Update: ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস, ভেস্তে যাবে কেকেআর বনাম আরসিবি ম্য়াচ?

Rain in KKR vs RCB Match: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্য়াচে কেকেআর এবং আরসিবি একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে।

Rain in KKR vs RCB Match: ২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্য়াচে কেকেআর এবং আরসিবি একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rain in KKR vs RCB Match

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে কেকেআর বনাম আরসিবি ম্য়াচ

KKR vs RCB in IPL 2025: অপেক্ষার প্রহর ক্রমশ শেষ হতে চলেছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের সবথেকে বড় উৎসব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ যে ব্লকবাস্টার হতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যায়। এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত ২ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের সামনে এঁটে উঠতে পারেনি আরসিবি ব্রিগেড। নতুন মরশুমে অজিঙ্কা রাহানের নেতৃত্বে খেলতে নামবে কেকেআর। অন্যদিকে, আরসিবি-র ব্যাটন থাকবে রজত পতিদারের হাতে। কিন্তু, এই উদ্বোধনী ম্যাচের আগে ভয়ঙ্কর বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সে আদৌ ম্যাচ আয়োজন করা যাবে কি না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisment

 

প্রথম ম্যাচে বৃষ্টিই হবে ভিলেন?

 

Advertisment

২০২৫ আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেকেআর এবং আরসিবি একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। কিন্তু, ম্যাচ শুরুর সময় ১০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাত ১১টা নাগাদ মুষলধারে বৃষ্টিপাত হবে বলেই জানা গিয়েছে। ম্যাচ শেষ হওয়ার আগে ৭০ শতাংশ বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত কলকাতায় কমলা সতর্কতাও জারি করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে দুটো দলই এক-এক পয়েন্ট পাবে।

আরও পড়ুন:

ইডেন থেকে সরছে নাইট রাইডার্সের ম্য়াচ, চিন্তায় কেকেআর সমর্থকরা

কেমন থাকবে উইকেটের হাল-হকিকত?

 

ইডেন গার্ডেন্সের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক হয়ে থাকে। বল সহজেই ব্যাটে আসে। আর সেকারণে শট হাঁকানোও যথেষ্ট সহজ হয়। এই উইকেটে শুরুর দিকে কিছুটা হলেও বাউন্স দেখতে পাওয়া যাবে। সেকারণে পেস বোলাররা কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেতে পারেন। ইডেন গার্ডেন্সে এখনও পর্যন্ত মোট ৯৩ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ৩৮ বার যে দল প্রথমে ব্যাট করেছে, তারাই জয়লাভ করেছে। আর ৫৫ বার জিতেছে, যারা রান তাড়া করেছে।

আরও পড়ুন:

অধিনায়ক রাহানের কোন গুণে মুগ্ধ ভেঙ্কটেশ? ফাঁস করলেন গোপন কথা

অর্থাৎ, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হোম গ্রাউন্ডে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আরসিবি এবং কেকেআর এখনও পর্যন্ত মোট ৩৪ বার বাইশ গজের লড়াইয়ে নেমেছে। এরমধ্যে ২০ ম্যাচে জয়লাভ করেছে কলকাতা নাইট রাইডার্স। আর ১৪ ম্যাচ জিতেছে আরসিবি।

Kolkata Knight Riders Kolkata Weather KKR Rain in Kolkata Eden Gardens