Advertisment

অজিদের বিপক্ষে ব্যাটে ঝড়! চমকে দেওয়া পুরস্কার রাহুলের জন্য

নিউজিল্যান্ড সফরে জায়গা খুলতে পারে হার্দিকের। ফিট হলেই সীমিত ওভারের ক্রিকেটে হার্দিককে নেওয়া হবে। নির্বাচকরা আপাতত হার্দিকের ফিরে আসার অপেক্ষায়। কয়েকমাস আগে পিঠে চোট পেয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
KL Rahul

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে ঝড় রাহুলের (বিসিসিআই টুইটার)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিন আগেই ব্যাটে ঝড় তুলেছিলেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে ৮০ রানের দুর্ধর্ষ ইনিংস উপহার দিয়ে গিয়েছিলেন। তার পুরস্কার পেয়ে গেলেন ২৪ ঘণ্টার মধ্যেই। নিউজিল্যান্ড সফরে টেস্টে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হতে পারে তারকা ক্রিকেটারকে। এমনটাই ইঙ্গিত মিলেছে।

Advertisment

অস্ট্রেলিয়া সফরের পরে টেস্ট দলের জায়গা খুইয়েছিলেন রাহুল। বিরাট কোহলি অবশ্য এখন বলছেন, লোকেশকে যেকোনও স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত বেশ কঠিন। পৃথ্বী শ কিংবা রিজার্ভ ওপেনার শুবমান গিলের তুলনায় লোকেশকেই প্রথম একাদশে রাখা হতে পারে।

আরও পড়ুন ধাক্কা মেরে বের করা হোক! ধোনিকে বেনজির অপমান বলি তারকার

নিউজিল্যান্ড সফরে আরও একটি পরিবর্তন সম্ভবত আসতে পারে। কুলদীপ যাদবকে বসিয়ে নভদীপ সাইনিকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করে নেওয়া হতে পারে। দুই স্পিনার ইতিমধ্যেই স্কোয়াডে রয়েছেন- রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। দুই স্পিনারের একজনকে প্রথম একাদশে খেলানো হবে।

পাশাপাশি নিউজিল্যান্ড সফরে জায়গা খুলতে পারে হার্দিকের। ফিট হলেই সীমিত ওভারের ক্রিকেটে হার্দিককে নেওয়া হবে। নির্বাচকরা আপাতত হার্দিকের ফিরে আসার অপেক্ষায়। কয়েকমাস আগে পিঠে চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের পরে হার্দিক রিকভারি সেশনে ছিলেন। তবে ফিটনেস পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন কয়েকদিন আগে। তাই তাঁর নির্বাচনের বিষয়ে পিছিয়ে আসতে হয়েছে নির্বাচকদের।

আরও পড়ুন ধোনির বাদ পড়ার নেপথ্যে সৌরভ? চাঞ্চল্যকর ‘স্বীকারোক্তি’ মহারাজের

ব্যক্তিগত ট্রেনার রজনীকান্তের পরামর্শে ইন্ডিয়া-এ দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তারকা অলরাউন্ডার। কোনও কারণে হার্দিক সীমিত ওভারে নির্বাচিত না হলে টি২০ দলে দেখা যেতে পারে মুম্বইয়ের সূর্যকান্ত যাদবকে।

মিডল অর্ডারে অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে নেওয়া হতে পারে টেকনিকের কারণে। কেদার যাদব ওয়ানডেতে টানা খেললেও কোনও প্রভাব ফেলতে পারেননি।

Read the full article in ENGLISH

cricket BCCI
Advertisment