New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/16/kolkata-derby-2025-07-16-12-00-51.jpg)
চরম অনিশ্চয়তায় মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ
Mohun Bagan vs East Bengal: ম্যাচের তিনদিন আগেই পুলিশ চিঠি দিয়ে জানিয়েছে, তারা এই হাইভোল্টেজ ম্যাচের নিরাপত্তা দিতে প্রস্তুত নয়। চিঠিতে পুলিশ একাধিক গুরুত্বপূর্ণ আশঙ্কার কথা জানিয়েছে।
চরম অনিশ্চয়তায় মোহনবাগান-ইস্টবেঙ্গল মহারণ
Kolkata football news: মরশুমের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby) আদৌ হবে তো? এই প্রশ্ন এখন ঘুরছে হাজার হাজার ফুটবলপ্রেমীর মনে। ১৯ জুলাই, শনিবার কল্যাণী স্টেডিয়ামে ঐতিহাসিক মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) ম্যাচ হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে পুলিশি অনুমতির অভাবে অনিশ্চয়তায় ডার্বির ভবিষ্যৎ।
কলকাতা লিগের আয়োজক সংস্থা আইএফএ’র (IFA) তরফে আগেই জানানো হয়েছিল, কল্যাণীতেই হবে মরশুমের প্রথম বড় ম্যাচ। কিন্তু ম্যাচের তিনদিন আগেই পুলিশ চিঠি দিয়ে জানিয়েছে, তারা এই হাইভোল্টেজ ম্যাচের নিরাপত্তা দিতে প্রস্তুত নয়। চিঠিতে পুলিশ একাধিক গুরুত্বপূর্ণ আশঙ্কার কথা জানিয়েছে।
প্রথমত, কল্যাণী স্টেডিয়ামে ফেন্সিং বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে। দু’দলের বিপুল সমর্থক সমাগমের মাঝে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, স্টেডিয়ামের ভিতরে গ্যালারি ও মাঠের মাঝে ফেন্সিং না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে পার্কিং সমস্যাও। কল্যাণী স্টেডিয়ামের চতুর্দিকে গাড়ি রাখার উপযুক্ত পরিকাঠামো নেই বলেই দাবি পুলিশের।
আরও পড়ুন মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ, পুলিশের চিঠিতে চিন্তায় IFA
এই অবস্থায় আইএফএ’র চিন্তা বেড়েছে। দৈনিক সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিনের’ রিপোর্ট অনুযায়ী, বুধবার পুলিশি চিঠি হাতে পাওয়ার পর তড়িঘড়ি বৈঠকে বসেন আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত ও প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়। তবে দীর্ঘ বৈঠকের পরও কোনও সমাধানসূত্র বের হয়নি।
মোহনবাগানের (Mohun Bagan) পক্ষ থেকেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকের পর ক্লাব সচিব সৃঞ্জয় বোস (Srinjoy Bose) কার্যত ক্ষোভ ঝাড়েন কল্যাণীতে ডার্বি আয়োজন নিয়ে। যুবভারতীর মতো পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন সেখানে ডার্বি হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, খরচ কমানোর জন্যই আইএফএ কল্যাণীকে বেছে নিয়েছে, কিন্তু সেটা বাস্তবে বড় সমস্যা ডেকে আনছে।
আরও পড়ুন বারাসত নয়, কল্যাণীতে কলকাতা ডার্বি! কেন আচমকা বদলাল ভেন্যু?
এখন বড় প্রশ্ন, শনিবার নির্ধারিত সূচিতে ডার্বি আদৌ অনুষ্ঠিত হবে কি? না কি মরশুমের শুরুতেই বাতিল হবে অন্যতম প্রতীক্ষিত ম্যাচ? ফুটবলপ্রেমীদের নজর এখন আইএফএ’র পরবর্তী পদক্ষেপে।