Mount Everest Climber Police Constable: পুলিশ কনস্টেবল থেকে এভারেস্ট জয়ী পর্বতারোহী। অসাধ্যসাধন করলেন লক্ষ্মীকান্ত মণ্ডল। গত সোমবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন লক্ষ্মীকান্ত। এরপর আজ, শুক্রবার এভারেস্ট জয় করে শহরে ফিরলেন কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষীকান্ত মণ্ডল।
তাঁকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন বর্তমান কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা-সহ কলকাতা পুলিশের একাধিক আধিকারিক।
চলতি সপ্তাহের সোমবার এভারেস্টের শীর্ষে পা রাখেন এই বাঙালি পুলিশকর্মী। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ এভারেস্ট শৃঙ্গ জয় করেন কলকাতা পুলিশের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। পশ্চিমবঙ্গ পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের এই কনস্টেবল তিনি। বর্তমানে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মার দেহরক্ষী হিসাবে নিযুক্ত তিনি।
লক্ষ্মীকান্ত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এভারেস্ট অভিযানে রওনা হয়েছিলেন। যাত্রা শুরুর আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মনোজ ভার্মা-সহ কলকাতা ও রাজ্য পুলিশের আধিকারিকেরা। সোমবার এভারেস্ট জয়ের পর লক্ষ্মীকান্তকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন কলকাতা বিমানবন্দরে ছেলেকে অভ্যর্থনা জানাতে আসেন তাঁর বাবা মাও।
আরও পড়ুন রুদ্ধশ্বাস অভিযান, টানটান উত্তেজনা, অদম্য জেদে বাঙালির এভারেস্ট জয়, ইতিহাস গড়লেন বর্ধমানের সৌমেন
সম্প্রতি, এভারেস্ট জয় করেছেন আরও তিন বাঙালি। রানাঘাটের সুব্রত ঘোষ, রুম্পা দাস এবং বর্ধমানের সৌমেন সরকার। তবে দুঃসংবাদ হল, সুব্রত ঘোষ এভারেস্ট জয়ের পর আর নিচে নামতে পারেননি। হিলারি স্টেপের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। বাকি দুজন রুম্পা দাস এবং সৌমেন সরকার সফল আরোহণের পর নিচে নেমে আসেন। তার কয়েকদিন পরেই এভারেস্ট জয় করেন লক্ষ্মীকান্ত মণ্ডল। তাঁর এভারেস্ট জয়ে খুশি কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের কর্তাব্যক্তি এবং সহকর্মীরা।
আরও পড়ুন শৃঙ্গজয়ের 'লোভ'ই কাল হল সুব্রতর! বাঙালি পর্বতারোহীর মৃত্যুতে কী বলছেন এভারেস্ট জয়ীরা?
এর আগে বহু পুলিশ আধিকারিক এভারেস্ট জয় করেছেন। উল্লেখযোগ্য নাম হল উজ্জ্বল রায়, রমেশ রায়। সেই তালিকায় এবার যুক্ত হল লক্ষ্মীকান্ত মণ্ডলের নাম।