Soumen Sarkar Everest Summit: মাউন্ট এভারেস্ট জয় করলেন বর্ধমানের সৌমেন সরকার, গর্বিত বঙ্গবাসী।
৮,৮৪৯ মিটার উঁচু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বর্ধমান শহরের গর্ব, রানিসায়ার পূর্ব পাড়ের বাসিন্দা সৌমেন সরকার। গত বৃহস্পতিবার সকালেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে ভারতের জাতীয় পতাকা মেলে ধরেন তিনি। সৌমেনের এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে গোটা বর্ধমান জুড়ে।
পর্বতারোহণে বহুদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। সৌমেন বর্তমানে পূর্ত দপ্তরের (সড়ক বিভাগ) অধীন জাতীয় সড়ক সাব ডিভিশনে সহকারী বাস্তুকার হিসেবে কর্মরত। কিন্তু প্রকৃত নেশা তাঁর পাহাড়ের ডাকে সাড়া দেওয়া। ইতিপূর্বে তিনি নেহেরু ইন্সটিটিউট অফ মাউন্টেনিয়ারিং (NIM), উত্তরাখণ্ড থেকে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সেখানে ৯৯ জনের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রশংসা পান।
চলতি বছরের ১ এপ্রিল সৌমেন মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লহটসের (Mount Lhotse) উদ্দেশ্যে অভিযানে বের হন। ৭ এপ্রিল নেপালের বেস ক্যাম্প থেকে শুরু হয় তাঁর অভিযান। টানা ৩৯ দিন পর সফলভাবে ৮,৮৪৯ মিটার উচ্চতায় এভারেস্ট জয় করে ইতিহাস গড়েন বছর ৫৬-র এই পর্বতারোহী।
সৌমেনের কথায়, “বাচেন্দ্রী পালের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর আশীর্বাদ নেওয়া আমার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি নিজেই আমাকে অনুপ্রাণিত করেছিলেন।”
গত প্রায় দুই দশক ধরে দেশ-বিদেশের নানা পর্বত শৃঙ্গ জয় করে আসছেন সৌমেন। তার মধ্যে উল্লেখযোগ্য
- ২০১৮ ও ২০১৯ সালে মাউন্ট নুন এবং মাউন্ট স্টক কাংরি
- ২০২২ সালে মাউন্ট ইউনুম (Yunum)
- ২০২৩ সালে রাশিয়ার মাউন্ট এলব্রুস (Elbrus)
- ২০২৪ সালে হিমাচলের মাউন্ট ডিও টিব্বা (Deo Tibba)
এইবারের অভিযানের জন্য বাজেট নির্ধারিত হয়েছিল প্রায় ৪০ লক্ষ টাকা, যার মধ্যে ৩১ লক্ষ টাকা শুরুতেই সংগ্রহ করে অভিযানের ব্যবস্থাপনা সংস্থার হাতে তুলে দেন তিনি। ভবিষ্যতে নিজের সব অভিযানের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার পরিকল্পনা রয়েছে সৌমেনের। তাঁর কথায়, “প্রতিটি পাহাড় জয় আমার কাছে শুধুই একটি গন্তব্য নয়, বরং আত্মবিশ্বাস, মনোবল আর স্বপ্নপূরণের প্রতীক।”