Koyel Bar Weightlifting: বাবা মাংস বিক্রেতা, টানাটানির সংসার! কমনওয়েলথে দেশের মুখ উজ্জ্বল করলেন হাওড়ার মেয়ে

Howrah Girl Weightlifting Gold: ভারতীয় ভারোত্তলনে এক অনন্য রেকর্ড কায়েম করলেন হাওড়ার মেয়ে কোয়েল বর। গত মঙ্গলবার (২৬ অগাস্ট) এই রেকর্ড কায়েম করেন তিনি।

Howrah Girl Weightlifting Gold: ভারতীয় ভারোত্তলনে এক অনন্য রেকর্ড কায়েম করলেন হাওড়ার মেয়ে কোয়েল বর। গত মঙ্গলবার (২৬ অগাস্ট) এই রেকর্ড কায়েম করেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Koyel Bar

হাওড়ার জুনিয়র মহিলা অ্যাথলিট কোয়েল বর

Koyel Bar: ভারতীয় ভারোত্তলনে এক অনন্য রেকর্ড কায়েম করলেন হাওড়ার মেয়ে কোয়েল বর। গত মঙ্গলবার (২৬ অগাস্ট) এই রেকর্ড কায়েম করেন তিনি।

Advertisment

Commonwealth Games: অর্থের অভাব, বন্ধ হয়ে যাচ্ছে কমনওয়েলথ গেমস? পরিস্থিতি দেখে চরম শঙ্কায় বিশেষজ্ঞরা

কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে (Commonwealth Championship 2025 ) অংশগ্রহণ করেছিলেন ১৭ বছরের ভারোত্তলক কোয়েল বর। এই টুর্নামেন্টে ১৯২ কেজি ওজন তোলার পাশাপাশি যুব বিশ্ব রেকর্ড কায়েম করেছেন। মহিলাদের ৫৩ কেজি বিভাগে তিনি অংশগ্রহণ করেছিলেন।

Advertisment

Mirabai Chanu: দেশের মুখ উজ্জ্বল করলেন এই 'অগ্নিকন্যা', ধন্য ধন্য করছেন সকলে

বাংলার অন্যতম প্রতিভাবান অ্যাথলিট হলেন কোয়েল বর। সতীর্থ অ্যাথলিট স্নেহা সোরেনের থেকে তিনি অনেকটাই বেশি ভারোত্তলন করেন। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে স্নেহা (১৮৫ কেজি) সিনিয়র বিভাগে অংশগ্রহণ করেছিলেন। তিনিও কোয়েলের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে যথেষ্ট বিশ্বাসী।

LA Olympics 2028: অলিম্পিকে ক্রিকেট ফিরলেও খেলতে পারবে না পাকিস্তান-বাংলাদেশ, কেন জানেন?

বিশ্ব রেকর্ডের জন্য টার্গেট করেছিলাম: কোয়েল

জোড়া সোনার পদক জয় করার পর কোয়েলের মুখে একটা চওড়া হাসি দেখতে পাওয়া গিয়েছে। স্পোর্টস্টারকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে বললেন, 'আমি বিশ্ব রেকর্ডের জন্য টার্গেট করছি। আমি সাধারণত অনুশীলনের সময় ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১০৭-১০৮ কেজি ওজন তুলি। এই রেকর্ডটা আমার আয়ত্ত্বের মধ্যেই ছিল। আমি ১০৯ কেজি পর্যন্তও ওজন তুলতে পারতাম। কিন্তু, সেটা অল্পের জন্য মিস করেছি।'

Cricket in Olympics: অলিম্পিকে ফিরছে ক্রিকেট, তার আগে 'বড় সিদ্ধান্ত' জয় শাহের! পোয়াবারো ভারতের

একেবারে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন কোয়েল। তাঁর বাবা হাওড়ায় একটি মাংসের দোকান চালান। বাংলার এই মহিলা ভারোত্তলক বললেন, '২০১৮ সালে বাবাকে দেখেই আমি ওয়েট লিফটিং শুরু করেছিলাম। বাবা প্রতিদিন জিমে শরীরচর্চা করতে যেত। গত ২ বছর ধরে আমি বিজয় (শর্মা) স্যারের কাছে অনুশীলন করছি। আর তখনই আমার পারফরম্য়ান্স উন্নত হয়েছে। আগে আমার মোট ভারোত্তলনের পরিমাণ ছিল ১৪৭ কেজি। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ কেজি। '

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিজয় শর্মা একজন জাতীয় কোচ। কোয়েল সম্পর্কে তাঁর মুখেও প্রশংসা ঝরে পড়ল। বললেন, 'ও যখন আমার কাছে প্রথম এসেছিল, তখনই শারীরিকভাবে শক্তিশালী বলে মনে হয়েছিল। বাকিদের তুলনায় সেকারণে ওকে আলাদা করে গ্রুম করার চেষ্টা করেছিলাম। লক্ষ্য, অলিম্পিক টুর্নামেন্ট। প্রাথমিকভাবে আমি শুধুমাত্র টেকনিকের উপরেই জোর দিয়েছিলাম। এরপর ধীরে ধীরে ও নিজের পরিশ্রমে এই সাফল্য অর্জন করতে পেরেছে।'

Koyel Bar Commonwealth Championship 2025