/indian-express-bangla/media/media_files/2025/09/02/kuldeep-yadav-with-indian-cricket-team-2025-09-02-08-54-30.jpg)
ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে কুলদীপ যাদব
Kuldeep Yadav: ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) শুরু হতে আর বেশি সময় বাকি নেই। আগামী ৯ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়ে যাবে। ইতিমধ্যে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াডে নাম রয়েছে কুলদীপ যাদবের। এই টুর্নামেন্টে নজরকাড়া পারফরম্য়ান্সের জন্য তিনি কার্যত মুখিয়ে রয়েছেন। ইতিপূর্বে ইংল্যান্ডের বিরুদ্ধেও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে ঠাঁই পেয়েছিলেন কুলদীপ। কিন্তু, শেষপর্যন্ত টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তিনি জায়গা করতে পারেননি। তবে এশিয়া কাপ শুরু হওয়ার আগেই কুলদীপ একটা নতুন কাজ শুরু করে দিলেন।
Kuldeep Yadav Engagement: 'স্বপ্নে দেখা রাজকন্যা' পেয়ে গেলেন কুলদীপ, কে তিনি, কী করেন তাঁর বাগদত্তা?
নতুন কাজ শুরু কুলদীপ যাদবের
আসলে, ২০২৫ এশিয়া কাপ শুরু হওয়ার আগে কুলদীপ যাদব একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ইউটিউব চ্যানেলে তিনি ক্রিকেট নিয়ে কোনও আলোচনা করবেন না। বরং এই চ্যানেলে ফুটবল নিয়ে কথাবার্তা হবে। আপাতত তাঁর এই ইউটিউব চ্যানেলে চার হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। কুলদীপ ফুটবল খেলা যথেষ্ট পছন্দ করেন। বেশ কয়েকবার এই ব্যাপারে তিনি আলোচনাও করেছেন। নিজের চ্যানেলে কুলদীপ লিখেছেন, ক্রিকেট আমার খেলা। কিন্তু, ফুটবল আমার প্যাশন।
এই ক্রিকেটাররাও শুরু করেছেন ইউটিউব চ্যানেল
তবে শুধুমাত্র কুলদীপ যাদব একা নন, ভারতের আরও কয়েকজন তারকা ক্রিকেটার নিজেদের ইউটিউব চ্যানেল খুলেছেন। এই তালিকায় নাম রয়েছে মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং এবং ইরফান পাঠানের। এই ক্রিকেটাররা নিজেদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ক্রিকেট নিয়েই আলোচনা করেন। যদিও কুলদীপ নিজের ইউটিউব চ্যানেলে ফুটবল নিয়ে আলোচনা করবেন।
Kuldeep Yadav: বলিউড নায়িকাকেই কি বিয়ে করছেন, বড় আপডেট প্রকাশ্যে এনে ঝড় তুলে দিলেন বিশ্বজয়ী কুলদীপ
দলীপ ট্রফিতে করতে পারেননি নজকাড়া পারফরম্যান্স
এশিয়া কাপ শুরু হওয়ার আগে কুলদীপ যাদব দলীপ ট্রফিতে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু, বল হাতে তিনি একেবারে ফ্লপ পারফরম্য়ান্স করেন। প্রথম ইনিংসে তিনি ২০ ওভার বল করেছিলেন। কিন্তু, একটাও উইকেট শিকার করতে পারেননি। এরপর দ্বিতীয় ইনিংসেও কুলদীপ সবাইকে হতাশ করেছেন। ১২ ওভার বল করলেও কোনও উইকেট তিনি স্বীকার করতে পারেননি। দুটো ইনিংসেই খুলতে পারেননি নিজের খাতা।