Lionel Messi likely to play cricket match at Wankhede Stadium: ভারতের মেসিভক্তদের জন্য বিরাট সুখবর! শীতের শুরুতেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য আসতে চলেছে এক অভূতপূর্ব মুহূর্ত। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi) এবার সম্ভবত মাঠে নামবেন ক্রিকেট ব্যাট হাতে। তাঁর পায়ে ফুটবল স্টাড নয়, বরং দেখা যেতে পারে ক্রিকেট স্পাইক। সবকিছু ঠিকঠাক চললে, ১৪ ডিসেম্বর মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) এক সেভেন-এ-সাইড প্রদর্শনী ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবেন মেসি ও ভারতের দুই প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) এবং বিরাট কোহলি (Virat Kohli)।
সূত্রের খবর, ম্যাচ কবে কীভাবে হবে সেসব চূড়ান্ত করার তোড়জোড় চলছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)-কে ওয়াংখেড়ে স্টেডিয়াম ১৪ ডিসেম্বরের জন্য সংরক্ষিত রাখার অনুরোধ জানিয়েছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। জানা গেছে, আর্জেন্টাইন সুপারস্টারের (Argentina Football Team) ভারত সফরের অংশ হিসেবেই মুম্বাইতে অনুষ্ঠিত হবে এই ক্রিকেট ম্যাচ।
আরও পড়ুন মাঠে ফিরেই 'ম্যাজিক' মেসির, ইন্টারকে জিতিয়েও মেজাজ হারালেন মহাতারকা, Video Viral
এমসিএ-এর এক কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, “১৪ ডিসেম্বর লিওনেল মেসি ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ও বর্তমান তারকাদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সবকিছু চূড়ান্ত হলে বিস্তারিত সূচি জানানো হবে।”
এই বিশেষ ম্যাচে মেসির বিপক্ষে মাঠে নামতে পারেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar), রোহিত শর্মা (Raohit Sharma), ধোনি ও কোহলির মতো মহাতারকারা। এমন এক ম্যাচ বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের নজর কাড়তে পারে, তা বলাই বাহুল্য।
১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মেসির সংক্ষিপ্ত ভারত সফরে নয়াদিল্লি ও কলকাতাও সফরের সম্ভাবনা রয়েছে। এটি হবে তাঁর দ্বিতীয় ভারত সফর এবং ১৪ বছর পর ফের ভারতে পা রাখতে চলেছেন তিনি। ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসি, যা ছিল তাঁর প্রথম ভারত সফর।
আরও পড়ুন রোনাল্ডোর এই রেকর্ড অধরাই রইল মেসির, কোনওদিন আর ভাঙতে পারবেন না!
প্রসঙ্গত, এর আগে খবর রটে যে অক্টোবর মাসে মেসি-সহ আর্জেন্টিনা জাতীয় দল কেরলে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে। এমনকি কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান জানান, রাজ্য সরকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে। যদিও, পরবর্তীতে সেই পরিকল্পনা ভেস্তে যায়।
৩৮ বছর বয়সী মেসি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (MLS) ক্লাব ইন্টার মিয়ামির (Inter Miami) হয়ে খেলছেন। ২০২২ সালে কাতারে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পর তিনি এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপই হতে চলেছে তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।
এবার দেখার, ফুটবলের রাজপুত্র ক্রিকেট ব্যাট হাতে মুম্বাইয়ের মাঠে কী ম্যাজিক দেখান!