/indian-express-bangla/media/media_files/2025/07/31/lionel-messi-vs-atlas-fc-2025-07-31-12-46-52.jpg)
Lionel Messi vs Atlas FC: ফুটবল মাঠে ফের মেজাজ হারালেন মেসি
Lionel Messi 2 assists sealed victory for Inter Miami against Atlas FC: এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই নিজের ম্যাজিক দেখালেন লিওনেল মেসি (Lionel Messi)। লিগস কাপের গ্রুপ পর্বে আটলাসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে মেসির দুই অসাধারণ অ্যাসিস্টে ইন্টার মায়ামি (Inter Miami) ২-১ গোলে জয় ছিনিয়ে নেয়। শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচের ফলাফল পাল্টে যায়।
শুরুতেই আক্রমণাত্মক দুই দল
ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে কেউই তা কাজে লাগাতে পারেনি। মায়ামির গোলকিপার রোকো বোভো একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে ম্যাচে দলকে টিকিয়ে রাখেন। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে লুইস সুয়ারেজের নেওয়া একটি দুরন্ত শট ক্রসবারে লেগে মাঠে ফিরে আসে, ফলে প্রথমার্ধ শেষ হয় ০-০ স্কোরলাইনে।
আরও পড়ুন ইন্টার মায়ামিকে নিয়ে ছেলেখেলা পিএসজি-র, প্রাক্তন ক্লাবের কাছে লজ্জার হারে বিদায় মেসির
দ্বিতীয়ার্ধে ম্যাচে মেসি ম্যাজিক
দ্বিতীয়ার্ধে ম্যাচে গতি বাড়ে। ৫৭ মিনিটে লিওনেল মেসির নিখুঁত পাস থেকে বল পেয়ে গোল করেন তেলাসকো সেগোভিয়া। এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ৮০ মিনিটে আটলাসের রিভাল্ডো লোজানো গোল করে ম্যাচে সমতা ফেরান।
আরও পড়ুন Coldplay'র কিসক্যামে এবার ধরা পড়লেন মেসি! কার সঙ্গে ছিলেন ফুটবল মহাতারকা?
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছিল, তখনই ঘটে নাটকীয় মোড়। খেলার ৯৬তম মিনিটে মেসির অসাধারণ ডিফেন্স চেরা পাস থেকে জয়সূচক গোল করেন মার্সেলো ভিগান্ট। যদিও প্রথমে অফসাইডের পতাকা উঠেছিল, তবে ‘VAR’-এর সাহায্যে গোলটি বৈধ বলে ঘোষণা করা হয়। ফলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ামি। তবে এই গোলের পর প্রতিপক্ষের দিকে তেড়ে যান মেসি। তাঁকে আটকান সতীর্থরা। মেসির আগুনে মেজাজের ভিডিও ভাইরাল হয়েছে। মেসির এমন আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
Lionel Messi was hyped after Inter Miami scored the last minute winner 🤩
— MC (@CrewsMat10) July 31, 2025
pic.twitter.com/AbIAXBjtjS
ডে পলের অভিষেকে মেসির জাদু
এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে অভিষেক ঘটান আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডে পল। অভিষেকেই তিনি কাছ থেকে দেখলেন প্রিয় সতীর্থ মেসির জাদু। ম্যাচ শেষে মেসি বলেন, “আমি যত বেশি ম্যাচ খেলছি, ততই ছন্দে ফিরছি। শারীরিকভাবেও নিজেকে ভালো লাগছে। তবে সবচেয়ে বড় কথা, আমরা জিতেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন মেসি বনাম ইয়ামালের দ্বৈরথ কবে, কোথায় হবে? অবশেষে জানা গেল ফিনালিসিমার দিনক্ষণ
মেসির এমন পারফরম্যান্স আবারও প্রমাণ করে দিল, মাঠে ফেরার পর কীভাবে একটি ম্যাচ নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন এই কিংবদন্তি।