Lionel Messi India Tour 2025: মেসির ভারত সফর নিয়ে ধামাকা খবর, না পড়লে চরম মিস

Lionel Messi India Tour 2025: লিওনেল মেসি অফিসিয়ালি তাঁর ভারত সফরের কথা ঘোষণা করেছেন। ট্যুরের তারিখ, ভেন্যু, টিকিটের দাম আর আয়োজন সম্পর্কে বিস্তারিত জানুন।

Lionel Messi India Tour 2025: লিওনেল মেসি অফিসিয়ালি তাঁর ভারত সফরের কথা ঘোষণা করেছেন। ট্যুরের তারিখ, ভেন্যু, টিকিটের দাম আর আয়োজন সম্পর্কে বিস্তারিত জানুন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Lionel Messi

Lionel Messi: লিওনেল মেসি।

Lionel Messi India Tour 2025: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি অবশেষে অফিসিয়ালি ঘোষণা করলেন তাঁর ভারত সফরের কথা। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারতীয় মাটিতে ফিরছেন মেসি। ডিসেম্বর ২০২৫-এ অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত GOAT Tour of India 2025, যেখানে কেবল ফুটবল নয়, থাকবে সংগীত, সংস্কৃতি, ফ্যান মিটিং, কনসার্ট এবং নানা চমকপ্রদ আয়োজন।

Advertisment

সল্ট লেক স্টেডিয়ামে আসবেন কিংবদন্তি ফুটবলার

মেসির সফরের শুরু হবে ১৩ ডিসেম্বর কলকাতায়, সল্ট লেক স্টেডিয়ামে। এখানেই আয়োজিত হবে বহুল আলোচিত GOAT Cup এবং GOAT Concert। উল্লেখযোগ্য বিষয়, ২০১১ সালে এই একই ভেন্যুতেই মেসি শেষবার খেলেছিলেন আর্জেন্টিনা দলের হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে। এবার তিনি মাঠে নামবেন ভারতের কিংবদন্তি ক্রীড়াবিদদের সঙ্গে — সৌরভ গাঙ্গুলি, ভাইচুং ভুটিয়া এবং লিয়েন্ডার পেস। পাশাপাশি, কলকাতায় রয়েছে মেসির বিশাল ২৫ ফুট উচ্চতার মুরাল এবং তাঁর সবচেয়ে বড় ভাস্কর্য। 

আরও পড়ুন- এক সিদ্ধান্তেই পুড়ল কপাল, টিম ইন্ডিয়ায় ঠাঁই হল না তারকা ব্যাটারের

Advertisment

আরও পড়ুন- জাদেজাকে নিয়ে বড় খবর, কেরিয়ারে এল বিশাল পরিবর্তন!

মুম্বইয়ে অনুষ্ঠিত হবে Padel GOAT Cup। এখানে অংশ নিতে পারেন বলিউড ও ক্রিকেট জগতের সুপারস্টাররা — যেমন শাহরুখ খান, শচীন তেন্ডুলকর, এমএস ধোনি। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে থাকবে ফুড ফেস্টিভ্যাল, লাইভ কনসার্ট ও ফ্যান এনগেজমেন্ট ইভেন্ট। মেসির সফরের অংশ হিসেবে তিনি যাবেন নতুন দিল্লি এবং আহমেদাবাদে।

আরও পড়ুন- কাজে লাগান এই দরকারি টিপস, দূর করুন আজকের দুর্ভাগ্য

১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও পরিকল্পনা রয়েছে। আর্জেন্টিনা ফুটবল দল নভেম্বর ২০২৫-এ ভারতের কেরলে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে। তবে সেই ম্যাচে মেসি খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন- বর্তমান ডিজিটাল যুগে গান্ধীজির মত জীবনযাপন সম্ভব?

GOAT Tour-এর ইভেন্টগুলির টিকিটের দাম শুরু হবে ৩,৫০০ টাকা থেকে। আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে — মেসির নিজস্ব টিমের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষও দায়িত্ব নেবে। অফিসিয়াল বিবৃতিতে মেসি বলেছেন —
'ভারত আমার কাছে একটি বিশেষ দেশ। ১৪ বছর আগে এখানে খেলতে এসে অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল। আমি আবারও নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।'

Lionel Messi India