Lionel Messi Cricket: মেসিকে নিয়ে রটানো হচ্ছে ভূয়ো খবর! সামনে এল চাঞ্চল্যকর সত্যি

Lionel Messi India Visit 2025: যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে প্রায় এক দশক পর ফের কলকাতায় পা রাখতে চলেছেন ফুটবলের মহা তারকা লিওনেল মেসি। জানা গিয়েছে, কলকাতা ছাড়াও তিনি অহমেদাবাদ, মুম্বই এবং নয়া দিল্লিতে যাবে।

Lionel Messi India Visit 2025: যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে প্রায় এক দশক পর ফের কলকাতায় পা রাখতে চলেছেন ফুটবলের মহা তারকা লিওনেল মেসি। জানা গিয়েছে, কলকাতা ছাড়াও তিনি অহমেদাবাদ, মুম্বই এবং নয়া দিল্লিতে যাবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Lionel Messi Kiss Cam: কোল্ডপ্লে-র কিসক্যামে ধরা পড়তেই কী করলেন লিওনেল মেসি?

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি

Lionel Messi: যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে প্রায় এক দশক পর ফের কলকাতায় পা রাখতে চলেছেন ফুটবলের মহা তারকা লিওনেল মেসি। জানা গিয়েছে, কলকাতা ছাড়াও তিনি অহমেদাবাদ, মুম্বই এবং নয়া দিল্লিতে যাবে। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন তিনি। ইতিমধ্যে শোনা গিয়েছিল, আর্জেন্টিনার এই স্বনামধন্য ফুটবলার নাকি বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের সঙ্গে একটি ক্রিকেট ম্য়াচও নাকি খেলবেন। এবার সেই ব্যাপারে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে।

Advertisment

Lionel Messi: ফুটবল ছেড়ে এবার ক্রিকেটে মেসি! ২২ গজে কাঁপাবেন কোহলি-ধোনিদের সঙ্গে

মেসিকে ভারতে আনার ব্যাপারে যাঁর অবদান সবথেকে বেশি, তিনি হলেন বাংলার উদ্যোগপতি শতদ্রু দত্ত। রবিবার (৩ অগাস্ট) শতদ্রু তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'যাঁকে আনার চেষ্টা করছি, সে নাকি ক্রিকেট খেলবে... আমার থেকে তো দেখছি ভারতীয় সংবাদমাধ্যম বেশি জানে। সে ফুটবলার। তাই যা করব, সেটা ফুটবলকে সামনে রেখে এবং ফুটবলারদের সম্মান দিয়েই করব।'

Advertisment

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আর হ্যাঁ, ওঁকে ক্রিকেটের ব্যাপারে কিছু বিশিষ্ট লোকজন কিছু বোঝাবে। কিন্তু, কোনও ক্রিকেট ম্য়াচ হবে না। তাই গুজবে কান দেবেন না।' এই পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Lionel Messi vs Cristiano Ronaldo: রোনাল্ডোর এই রেকর্ড অধরাই রইল মেসির, কোনওদিন আর ভাঙতে পারবেন না!

কবে কলকাতায় পা রাখবেন মেসি?

আপাতত যা শোনা যাচ্ছে, ১২ ডিসেম্বর রাতে কলকাতায় পা রাখবেন লিওনেল মেসি। রাত ১০টা নাগাদ তাঁর আসার কথা। এরপর ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। লেকটাউন শ্রীভূমিতে তাঁরই ৭০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি উন্মোচন করবেন।

Lionel Messi Jersey To Mohun Bagan: মেসির জন্মদিনে 'বিশেষ উপহার' পেল মোহনবাগান, আনন্দে উত্তাল সবুজ-মেরুন সমর্থকরা

বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই প্রথমবার মেসির এত বড় একটি মূর্তি বিশ্বের কোনও একটি দেশে উন্মোচন করা হচ্ছে। সেখান থেকে তিনি ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানেই গোট কনসার্ট এবং গোট কাপ আয়োজন করা হবে। দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

Lionel Messi