Mohun Bagan vs East Bengal: মেসির সামনে মোহনবাগান-ইস্টবেঙ্গল? ডার্বির আঁচে ফুটছে কলকাতা

Lionel Messi Kolkata Tour: আগামী ১৩ অক্টোবর কলকাতার আইকনিক সল্টলেক স্টেডিয়াম গোট (GOAT) কনসার্ট এবং গোট কাপ আয়োজন করা হচ্ছে। এই কনসার্টে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি একটি প্রীতি ম্য়াচের আয়োজন করা হবে।

Lionel Messi Kolkata Tour: আগামী ১৩ অক্টোবর কলকাতার আইকনিক সল্টলেক স্টেডিয়াম গোট (GOAT) কনসার্ট এবং গোট কাপ আয়োজন করা হচ্ছে। এই কনসার্টে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি একটি প্রীতি ম্য়াচের আয়োজন করা হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan vs East Bengal (1)

কলকাতা ডার্বি দেখবেন লিওনেল মেসি?

Lionel Messi: দ্বিতীয়বার কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি। ২০১১ সালে শেষবার তিনি এসেছিলেন শহর তিলোত্তমায়। তারপর থেকে কেটে গিয়েছে ১৪ বছর। বিশ্ব ফুটবল মানচিত্রে এসেছে একাধিক পরিবর্তন। তবে আরও একবার সেই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে কলকাতা। আগামী ১৩ অক্টোবর আসছে আর্জেন্টিনার ফুটবল অধিনায়ক।

Advertisment

Mohun Bagan News Update: দিমি-জেমিদের সঙ্গে সেলফির আবদার, থামল মোহনবাগান সমর্থকদের প্রতিবাদের ঝড়

শোনা যাচ্ছে, মেসির সামনে নাকি একাধিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। থাকবে ফুটবল ম্য়াচও। কিন্তু, এই ফুটবল ম্য়াচে কারা খেলতে নামবেন, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর কানাঘুঁষো শুরু হয়েছিল। অবশেষে যাবতীয় জল্পনার অবসান হল। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বাংলার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত একটি পোস্ট করেছেন। সেখানেই তিনি লিখেছেন, 'কলকাতা ডার্বির (Kolkata Derby) কথা মেসিকে বলেছিলাম। তাই কলকাতা ডার্বির প্রতি আমার ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। ১৩ ডিসেম্বর।'

Advertisment

Mohun Bagan Super Giant Win News: প্রতিবাদের মঞ্চে আগুন জয় মোহনবাগানের! গোকুলামকে পরাল ৫ গোলের মালা

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'মোহনবাগান (Mohun Bagan) মেসি অল স্টারস বনাম ইস্টবেঙ্গল (East Bengal) মেসি অল স্টারস। দুটো দলেই একাধিক বিদেশি ফুটবল তারকা খেলবেন। দুটো দলেই থাকবেন ১১ জন ফুটবলার। একেবারে সিরিয়াস ম্য়াচ খেলা হবে। যে দল জয়লাভ করবে, মেসির হাত থেকে তারা পুরস্কার পাবে। মেসি দেখবে মিনি ফ্রেন্ডলি ডার্বি। জয় বাংলা। জয় হিন্দ।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখছেন লিও। তবে শুধুমাত্র কলকাতাই নয় - অহমেদাবাদ, মুম্বই এবং দিল্লিতেও যাবেন তিনি। অবশেষে ১৫ ডিসেম্বর তিনি ভারতকে বিদায় জানাবেন।

Mohun Bagan Super Giant News: মাঠে 'ধামাকা' মোহনবাগানের, গ্যালারিতে প্রতিবাদের ঝড়

জানা গিয়েছে, আগামী ১৩ অক্টোবর কলকাতার আইকনিক সল্টলেক স্টেডিয়াম গোট (GOAT) কনসার্ট এবং গোট কাপ আয়োজন করা হচ্ছে। এই কনসার্টে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি একটি প্রীতি ম্য়াচের আয়োজন করা হবে। শোনা যাচ্ছে, এই ম্য়াচে মেসির বিরুদ্ধে খেলতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া এবং লিয়েন্ডার পেজ। বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। সন্ধ্যাবেলা মেসি তাঁর সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি অহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন।

East Bengal Mohun Bagan Lionel Messi