Mohun Bagan Super Giant Win News: প্রতিবাদের মঞ্চে আগুন জয় মোহনবাগানের! গোকুলামকে পরাল ৫ গোলের মালা

Mohun Bagan Super Giant: ২০২৫ আইএফএ শিল্ডে ধামাকাদার শুরুয়াত করল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্য়াচে তারা গোকুলাম কেরালা এফসি-কে ৫-১ গোলে পরাস্ত করেছে। দুটো করে গোল করেছেন জেমি ম্য়াকলারেন এবং অ্যালবার্টো রডরিগস।

Mohun Bagan Super Giant: ২০২৫ আইএফএ শিল্ডে ধামাকাদার শুরুয়াত করল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্য়াচে তারা গোকুলাম কেরালা এফসি-কে ৫-১ গোলে পরাস্ত করেছে। দুটো করে গোল করেছেন জেমি ম্য়াকলারেন এবং অ্যালবার্টো রডরিগস।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan Win (1)

গোকুলামের বিরুদ্ধে সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের

Mohun Bagan Super Giant: চলতি আইএফএ শিল্ডে (IFA Shield 2025) মোহনবাগান সুপার জায়ান্ট কেমন পারফরম্য়ান্স করবে, তা নিয়ে গত কয়েকদিন ধরে অনেকেই একাধিক প্রশ্ন তুলেছিলেন। কারণ, গত কয়েকমাসে বাগানের পারফরম্য়ান্স একেবারেই নজর কাড়তে পারেনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) তারা গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্য়াচে মেরিনার্সরা ৫-১ গোলে জয়লাভ করেছে। 

Advertisment

Mohun Bagan Super Giant News: মাঠে 'ধামাকা' মোহনবাগানের, গ্যালারিতে প্রতিবাদের ঝড়

বাগানের হয়ে জোড়া করে গোল করেন অ্যালবার্তো রডরিগস এবং জেমি ম্য়াকলারেন। এছাড়া একটি আত্মঘাতী গোল করেছেন গোকুলামের ফুটবলার শিবিন। গত বুধবার শ্রীনিধি ডেকান এফসি-র বিরুদ্ধে ৪-০ গোলে জয়লাভ করেছিল ইস্টবেঙ্গল এফসি'ও। ফলে বড় কোনও অঘটন না ঘটলে, ফাইনাল ম্য়াচে যে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান লড়াই দেখতে পাওয়া যাবে, তা একপ্রকার বলা যেতেই পারে। 

Advertisment

Mohun Bagan Super Giant: 'কাপুরুষ' তকমা ঘোচাতে মরিয়া মোহনবাগান, জিততে পারবে মেরিনার্সরা?

কে কতগুলো গোল করলেন?

এবার ম্য়াচের বিশ্লেষণে আসা যাক। এই ম্য়াচে শুরু থেকেই মোহনবাগানের দাপট ছিল চোখে পড়ার মতো। ১১ মিনিটে বাগানের হয়ে প্রথম গোলটি করেন অ্যালবার্টো রডরিগস। ২৭ মিনিটে সেই ব্যবধান বাড়ালেন জেমি ম্যাকলারেন। প্রথমার্ধের শেষে মোহনবাগান ফুটবলাররা যখন মাঠ ছাড়ছিলেন, সেইসময় স্কোরলাইন ২-০ গোলে জ্বলজ্বল করছিল। তবে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরতে না ফিরতেই ঘটে যায় সামান্য অঘটন। আপুইয়ার আত্মঘাতী গোলে (৪৮ মিনিট) কিছুটা হলেও অক্সিজেন পেয়েছিল গোকুলাম। তবে ৫১ মিনিটে মেরিনার্সদের হয়ে আরও একবার ব্যবধান বাড়ালেন রডরিগস।

Mohun Bagan Fans Protest: বিক্ষোভ ঝড়ে লন্ডভণ্ড বাগান, মেজাজ হারালেন পেত্রাতোস! ভাইরাল ভিডিও

বাংলায় একটি প্রবাদ রয়েছে একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। আর এই দোসরের ভূমিকাই কার্যত পালন করলেন গোকুলামের ফুটবলার শিবিন। ৫৪ মিনিটে তাঁর আত্মঘাতী গোলেই ৪-১ ব্যবধানে এগিয়া যায় সবুজ-মেরুন ব্রিগেড। অবশেষে গোকুলামের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই জেমি ম্যাকলারেন। তবে মোহনবাগান ফুটবলাররা এই ম্য়াচে হাসিমুখে মাঠ ছাড়লেও, গ্যালারির ছবিটা কিন্তু একেবারেই আলাদা ছিল। 

Mohun Bagan Super Giant: মোহনবাগানের জন্য খারাপ খবর, প্রস্তুতিতেই বিশাল ধাক্কা সবুজ-মেরুন ব্রিগেডের

প্রতিবাদের ঝড় কিশোরভারতী ক্রীড়াঙ্গনে

এদিকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে প্রতিবাদের ঝড় অব্যাহত। ক্লাব একাংশ সমর্থক দাবি তুলছে, ম্যানেজমেন্ট যেন অবিলম্বে পদত্যাগ করে। আসলে, কয়েকদিন আগে সেপাহান এফসি-র বিরুদ্ধে ইরানে খেলতে যাওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। কিন্তু, নিরাপত্তার কারণে বাগান ম্য়ানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে তারা এই ম্যাচ খেলতে যাবে না। এরপর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে নামও বাদ পড়ে মোহনবাগানের। এমন সিদ্ধান্তের কারণেই বাগান সমর্থকদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। কয়েকদিন আগে তো তারা দলের ৩ অজি তারকাকে (জেমি ম্য়াকলারেন, দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিংস) ঘিরে বিক্ষোভও দেখিয়েছিলেন।

বৃহস্পতিবার আবারও তাঁরা মাঠে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সমর্থকদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার। তাতে লেখা ছিল, 'নো প্লেস ফর কাওয়ার্ডস ইন গ্রিন অ্যান্ড মেরুন।' অর্থাৎ সবুজ-মেরুন ব্রিগেডে ভিতুদের কোনও জায়গা নেই। জানা গিয়েছে, কলকাতা পুলিশ নাকি অনেকের হাত থেকেই ব্যানার কেড়ে নিয়েছে। ছিঁড়েও ফেলেছে বেশ কয়েকটা ব্যানার। সব মিলিয়ে পরিস্থিতি যে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল তা বলা যেতেই পারে। 

IFA Shield 2025 Mohun Bagan Super Giant