Lionel Messi: আগামী বিশ্বকাপে আদৌ খেলবেন মেসি? চাঞ্চল্যকর মন্তব্য সুয়ারেজের

Lionel Messi Argentina: ২০২২ সালে আয়োজিত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দল খেতাব জয় করেছিল। এবার সেই খেতাব ধরে রাখার লক্ষ্যেই আগামী বিশ্বকাপে মাঠে নামতে চান মেসি। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইন্টার মায়ামি ফুটবলার লুই সুয়ারেজ।

Lionel Messi Argentina: ২০২২ সালে আয়োজিত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দল খেতাব জয় করেছিল। এবার সেই খেতাব ধরে রাখার লক্ষ্যেই আগামী বিশ্বকাপে মাঠে নামতে চান মেসি। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইন্টার মায়ামি ফুটবলার লুই সুয়ারেজ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Lionel Messi (1)

আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি

Luis Suarez on Lionel Messi: আগামী বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup) টুর্নামেন্টে খেলতে চান লিওনেল মেসি (Lionel Messi)। ২০২২ সালে আয়োজিত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দল খেতাব জয় করেছিল। এবার সেই খেতাব ধরে রাখার লক্ষ্যেই আগামী বিশ্বকাপে মাঠে নামতে চান মেসি। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ইন্টার মায়ামি ফুটবলার লুই সুয়ারেজ।

Advertisment

৩৮ বছর বয়সে পা রাখতে চলেছেন লিওনেল মেসি। যদিও তিনি নিজে ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্যক্তিগত কোনও পরিকল্পনার কথা জানাননি তিনি। প্রসঙ্গত, আগামী ফুটবল বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় আয়োজন করা হবে।

Top 5 Records by Lionel Messi: এই জন্যই তিনি ফুটবল দুনিয়ার G.O.A.T, মেসির এই ৫ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব!

৮ বার ব্যালন ডি'অর খেতাব জয়

Advertisment

ফুটবল বিশ্বে মেসি ইতিমধ্যেই একাধিক রেকর্ড কায়েম করেছেন। ৮ বারের ব্যালন ডি'অর খেতাবজয়ী এই ফুটবলার যে আর্জেন্টিনার অন্যতম সেরা সম্পদ, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ট্রফি জেতানোর পিছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। উল্লেখ্য, নীল-সাদা ব্রিগেড ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে।

Lionel Messi: 'আরও একটি সন্তান চাই...', অপূর্ণ ইচ্ছার কথা জানালেন মেসি

সম্প্রতি এল পাইস-কে দেওয়া একটি ইন্টারভিউ দিয়েছেন সুয়ারেজ (Luis Suarez)। সেখানেই উরুগুয়ের এই ফুটবলারকে প্রশ্ন করা হয়েছিল যে মেসি এবং তাঁর মধ্যে অবসর নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না।

Lionel Messi Visit In India: অক্টোবরেই ভারতে আসছেন মেসি, খেলবেন প্রদর্শনী ম্যাচও

জবাবে সুয়ারেজ বললেন, 'না, আমরা এই ব্যাপারে কোনও আলোচনা করিনি। তবে মজার ব্যাপার হল, মেসি কিন্তু বেশ কয়েকবার আগামী বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করেছে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'সত্যি কথা বলতে কী, জাতীয় ফুটবল দল থেকে দুরে থাকার কারণে দেশের হয়ে বিশ্বকাপ খেলার ইচ্ছেটা আমার মধ্যে ক্রমশ হারিয়ে যাচ্ছে। কিন্তু, মেসির তেমন কোনও চিহ্ন দেখতে পাওয়া যায়নি। যদিও অবসরের ব্যাপারে আমরা কেউই আলোচনা করিনি।'

Lionel Messi: চিন সরকারের হুমকি, সমর্থকদের শাসানি মেসিকে! বিশ্বজয়ীকে ঘিরে 'বিশ্বযুদ্ধের' দামামা এশিয়ায়

উরুগুয়ের ফুটবলার সুয়ারেজ বর্তমানে ৩৮ বছর বয়সে পা রেখেছেন। তিনি জানালেন, ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলার ব্যাপারে মেসি এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছুই খোলসা করেননি।

সুয়ারেজ বললেন, 'না, এই ব্যাপারে আমি মেসিকে প্রশ্ন করতেও চাই না... ও কী ভালবাসে, সেটা আমি জানি। সেকারণে এই সংক্রান্ত প্রশ্ন আমি করব না। সময়ই যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দেবে।'

Lionel Messi Luis Suarez FIFA World Cup