মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দু'জনেই শেষ ১০ বছরে এই পুরস্কারে নিজেদের একচ্ছত্র আধিপত্য় দেখিয়েছেন। কিন্তু মেসি এদিন রোনাল্ডোকে টপকে গেলেন। রোনাল্ডোর ঝুলিতে রয়েছে পাঁচটি ব্য়ালন ডি'অর। এবছর ভোটিংয়ে রোনাল্ডো তিনে শেষ করছেন। গতবারের ব্য়ালন ডি'অর জয়ী রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচের হাত থেকেই মেসি এই ট্রফি নেন এদিন।
ডি'অর জিতেছেন। পুরস্কার হাতে মেসি বলছেন, "১০ বছর আগে এই প্য়ারিসেই কেরিয়ারের প্রথম ব্য়ালন ডি'অর জিতেছিলাম। আমার মনে আছে তখন আমার ২২ বছর বয়স ছিল। আমরা তিন ভাই মিলে এসেছিলাম সেবার। সেবারও সবটাই কল্পনার বাইরে ছিল। ১০ বছর পর আমার ছ' নম্বর ট্রফিটা পেলাম। এটা একটা অন্য় সময়। ভীষণ স্পেশাল এই পুরস্কারটা। আমার স্ত্রী আর তিন সন্তান রয়েছে আজ আমার সঙ্গে।" এলএমটেন এই অনুষ্ঠানে অকপটে স্বীকার করে নিলেন যে, তাঁর বয়স হচ্ছে। কিন্তু এও জানিয়ে দিলেন যে, তাঁর মধ্য়ে এখনও বহু বছর খেলার মতো ফুটবল বাকি রয়েছে।
ইউনাইটেড স্টেটসের বিশ্বকাপ আইকন মেগান র্যাপিনো এবছর মহিলাদের ব্য়ালন ডি'অর জিতেছেন। গতবছর নরওয়ের আদা হেগেরবার্গ প্রথম মহিলা ফুটবলার হিসাবে ব্য়ালন ডি'অর জিতেছিলেন। মেগানের কাছেই তাঁকে এই ট্রফি খোয়াতে হলো। এদিনের অনুষ্ঠানে মেগান উপস্থিত থাকতে পারেননি। খেলার জন্য়ই তাঁর ফ্রান্সে আসা হয়নি। মেগানের একটি ভিডিও বার্তা দেখানো হয়েছে।