Diogo Jota Tragic Death: জোতার অকালপ্রয়াণে শোকস্তব্ধ লিভারপুল, তারকার স্মরণে চোখে জল আনা সিদ্ধান্ত ক্লাবের

Liverpool Diogo Jota Death News: প্রয়াত তারকার জন্য চোখে জল আনা সিদ্ধান্ত নিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাব জোতার স্মরণে কুর্নিশ করার মতো পদক্ষেপ করছে।

Liverpool Diogo Jota Death News: প্রয়াত তারকার জন্য চোখে জল আনা সিদ্ধান্ত নিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাব জোতার স্মরণে কুর্নিশ করার মতো পদক্ষেপ করছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Liverpool Diogo Jota: জোতার স্মরণে লিভারপুল ফুটবল ক্লাব তাঁর ২০ নম্বর জার্সিকে অমর করে রাখতে চলেছে

Liverpool Diogo Jota: জোতার স্মরণে লিভারপুল ফুটবল ক্লাব তাঁর ২০ নম্বর জার্সিকে অমর করে রাখতে চলেছে

Liverpool Diogo Jota death news: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অকালেই প্রয়াত পর্তুগালের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোতা (Diogo Jota)। মাত্র ২৮ বছরেই না ফেরার দেশে চলে গিয়েছেন লিভারপুল (Liverpool) তারকা। জোতার এই মর্মান্তিক পরিণতিতে (Diogo Jota Death) শোকে কাতর ফুটবল দুনিয়া। এবার প্রয়াত তারকার জন্য চোখে জল আনা সিদ্ধান্ত নিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ক্লাব জোতার স্মরণে কুর্নিশ করার মতো পদক্ষেপ করছে।

Advertisment

জানা গিয়েছে, জোতার স্মরণে লিভারপুল ফুটবল ক্লাব তাঁর ২০ নম্বর জার্সিকে অমর করে রাখতে চলেছে। অর্থাৎ এই ২০ নম্বর জার্সি চিরকালের জন্য অমর হয়ে থাকবে। আর কোনও লিভারপুল তারকা এই ২০ নম্বর জার্সি পরবেন না। লিভারপুলের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪-২৫ মরশুমে লিভারপুলের শিরোপা জয়ে জোতার অবদান অসীম। তাঁর অসাধারণ ফুটবল দক্ষতা এবং স্ট্রাইকগুলি ক্লাব চিরকাল মনে রাখবে। এপ্রিলের মার্সিসাইড ডার্বিতে লিভারপুর তাঁর একমাত্র গোলে জিতেছিল। জোতার সেটাই ক্লাবের হয়ে শেষ গোল। সেই সম্মানেই তাঁর ২০ নম্বর জার্সি চিরতরে অমর হয়ে থাকবে।

আরও পড়ুন চাকা ফেটে ছিটকে গেল গাড়ি, মুহূর্তে জ্বলে পুড়ে খাক, ঝলসে গেলেন ফুটবল তারকা

পর্তুগালের পোর্তোয় জন্মানো জোতার ফুটবল কেরিয়ার শুরু পাকোস ডি ফেরেরার যুব দলে। ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলতে যোগ দেন। তার পর পোর্তো, উলভারহ্যাম্পটন উলভসের হয়ে খেলার পর ২০২০ সালে যোগ দেন লিভারপুল ফুটবল ক্লাবে। লিভারপুলের হয়ে জেতেন লিগ কাপ এবং এফএ কাপ। ২০২৪-২৫ মরশুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হন জোতা। লিভারপুলের হয়ে ১২৩টি ম্যাচ খেলে করেছেন ৪৭টি গোল। এছাড়াও ২০১৯ এবং ২০২৫ সালে পর্তুগালের জার্সিতে জিতেছেন উয়েফা নেশনস লিগ।

Advertisment

আরও পড়ুন ভয়াবহ দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা দিয়োগো জোটা, ১০ দিন আগেই বিয়ে করেন রোনাল্ডোর সতীর্থ

ভাগ্যের কী পরিহাস, জীবনের সবচেয়ে বড় মুহূর্তগুলো জোতার কেটেছে গত তিন মাসে। ২৭ এপ্রিলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, ৯ জুন নেশনস লিগ জয়, ২২ জুন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ে, সবই হয়েছে গত তিন মাসে। আর তারপর ৩ জুলাই সেই বিভীষিকাময় দিন, যখন ভয়ঙ্কর গতির বলি হতে হল দিয়োগো জোতা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভাকে।

আরও পড়ুন বিমান ছেড়ে কেন ফিরছিলেন গাড়ি চালিয়ে? জোতার মৃত্যুতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ইতিহাসে প্রথমবার কোনও ফুটবলারের স্মরণে জার্সি নম্বরের অবসর ঘোষণা করল লিভারপুল। এর আগে কোনওদিন লিভারপুল এমনটা করেনি। ক্লাবের এই ঘোষণায় কৃতজ্ঞতায় মাথা নুইয়ে এল গোটা ফুটবল বিশ্বের।

Liverpool Diogo Jota Diogo Jota Death