Cricketer Tragic Story: তরুণীকে লিফট দেওয়াই হল কাল, ঝড়-বৃষ্টির রাতে যা হয়েছিল! কেরিয়ারই বরবাদ ক্রিকেট তারকার

Makhaya Ntini Birthday: ১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই স্পিডস্টারের কেরিয়ার দুর্দান্ত রেকর্ডে ভরপুর। তবুও একবার ধর্ষণের অভিযোগে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাচ্ছিল।

Makhaya Ntini Birthday: ১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই স্পিডস্টারের কেরিয়ার দুর্দান্ত রেকর্ডে ভরপুর। তবুও একবার ধর্ষণের অভিযোগে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাচ্ছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Makhaya Ntini Rape Case: ধর্ষণের অভিযোগে জেলে যেতে হয় তারকাকে, খেলতে পারেননি বিশ্বকাপ

Makhaya Ntini Rape Case: ধর্ষণের অভিযোগে জেলে যেতে হয় তারকাকে, খেলতে পারেননি বিশ্বকাপ

Makhaya Ntini Birthday: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মাখায়া এনতিনির (Makhaya Ntini) আজ জন্মদিন। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখিয়ে তিনি ৬৬২টি আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন। ১৯৭৭ সালের ৬ জুলাই কেপ প্রভিন্সে জন্ম নেওয়া এনতিনি আজ ৪৮ বছরে পা দিলেন। ১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই স্পিডস্টারের কেরিয়ার দুর্দান্ত রেকর্ডে ভরপুর। তবুও একবার ধর্ষণের (Rape Case) অভিযোগে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাচ্ছিল।

সেই রাতে কী ঘটেছিল?

Advertisment

এক ২২ বছরের ছাত্রী এনতিনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন। অভিযোগকারিণী এনতিনির প্রতিবেশী ছিলেন। আদালতে তিনি বলেছিলেন, এক রাতে ঝড়-বৃষ্টির মধ্যে এনতিনি তাঁকে লিফট দেন। পরে তাঁকে বাফেলো পার্ক স্টেডিয়ামে নিয়ে গিয়ে সেখানকার একটি টয়লেটে ধর্ষণ করেন।

আরও পড়ুন দৃষ্টিহীন খুদে ভক্তের ইচ্ছাপূরণ যশস্বীর, এজবাস্টনে মর্মস্পর্শী ঘটনা, চোখে জল আসবে Video দেখলে

আদালত বলেছিল এনতিনির বক্তব্য ‘কল্পনাপ্রসূত’ 

Advertisment

বিচারক রোসাউ (Rossouw) শুনানির সময় বলেছিলেন, নির্যাতিতার বক্তব্য বাস্তবের বাস্তব হলেও এনতিনির বক্তব্য পুরোপুরি ‘কল্পনাপ্রসূত’। এনতিনি তখন নিজের পক্ষে বলেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ষড়যন্ত্র।

মাখায়া এনতিনির রেকর্ড

  • ১০১টি টেস্টে ৩৯০টি উইকেট

  • ১৭৩টি ওয়ানডেতে ২৬৬টি উইকেট

  • ১০টি T20-তে ৬টি উইকেট

যেতে হল জেলে, বিশ্বকাপে বাদ পড়েন 

এই ঘটনার পর এনতিনির কেরিয়ার বড়সড় বিপদের মুখে পড়েছিল। প্রথমে তাঁকে ১৯৯৯ বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়। নিম্ন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করলে তাঁকে কিছুদিন জেলে কাটাতে হয়।

আরও পড়ুন যৌনকর্মীদের উপর টাকা লুটিয়ে বরবাদ সামি! প্রাক্তন স্বামীকে যা-তা আক্রমণ হাসিনের

শেষপর্যন্ত বেকসুর খালাস

যদি উচ্চ আদালতেও এনতিনি দোষী সাব্যস্ত হতেন, তাহলে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রায় অসম্ভব হয়ে যেত। কিন্তু তিনি কঠোর লড়াইয়ের পর নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন। ১৯৯৯ সালের অক্টোবর মাসে গ্রাহামস্টাউন কোর্ট নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেয় এবং তাঁকে বেকসুর খালাস করে।

rape Case Makhaya Ntini