বিশ্বফুটবলের চালু ধারণা এমবাপে এবং হালান্ড একে অন্যের তীব্র প্রতিদ্বন্দ্বী। তবে সোমবার রাতে ম্যান সিটি তারকা প্রশংসা উপুড় করে দিলেন কিলিয়ান এমবাপের জন্য। জানালেন, ফ্রান্স এমবাপের মত একজনকে পেয়ে রীতিমত ধন্য। ফরাসি নিউজ চ্যানেল ক্যানাল প্লাস-কে হালান্ড বলে দেন, "ফরাসি সমর্থকরা সত্যি ফ্রান্সের জার্সিতে এমবাপেকে পাওয়ার জন্য সত্যি ভাগ্যবান। ও যদি নরওয়ের হয়ে খেলত! ও একজন দুর্ধর্ষ ফুটবলার। দুরন্ত তো বটেই প্রবল গতিসম্পন্ন ফুটবলার ও। বছরের পর বছর ধরে অসাধারণ ফুটবল খেলে চলেছে ও। মাত্র দু-বছরের বড় আমার থেকে। এটা অবিশ্বাস্য!"
এখানেই না থেমে ফরাসি সুপারস্টারের জন্য আরও প্রশংসা বরাদ্দ রেখেছেন নরওয়ের তারকা, "ভাবতে হবে, ও এখনও সর্বোচ্চ পর্যায়ে বছর দশেক খেলবে। ভাবতেই আশ্চর্য লাগছে।"
আরও পড়ুন: রোনাল্ডোকে কাঁদিয়ে এককভাবে শীর্ষে মেসি! ফিফার সেরার সেরা তালিকায় রেকর্ড অর্জন মহানায়কের
সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটানোর পর থেকেই হালান্ড এবং এমবাপে উঠতি তারকাদের মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা আদায় করে নিয়েছেন। বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটি যোগ দেওয়ার পর হল্যান্ডের খেলায় তীক্ষ্ণতা আরও বেড়েছে। অভিষেক মরশুমেই সিটির জার্সিতে ২৪ ম্যাচে ২৭ গোল করে ফেলেছেন সুপারস্টার। এখনই ভেঙে দিয়েছেন সের্জিও আগুয়েরোর রেকর্ড। ম্যান সিটির হয়ে প্ৰথম মরশুমে সর্বোচ্চ গোলের কৃতিত্ব রয়েছে এন্ডি কোলের (৩৪ গোল)। সেই রেকর্ডও ভেঙে ফেলার পথে হালান্ড।
আরও পড়ুন: এমবাপে ধারেকাছেই নেই মেসির! ফিফার সেরার সেরা পুরস্কার বিশ্বকাপজয়ী মহানায়ককেই
ইপিএলে যেমন হালান্ড, তেমন লিগা ওয়ানে এমবাপে গোলবন্যা বইয়ে চলেছেন। ২১ ম্যাচে এই সিজনে ১৭ গোল এমবাপের নামের পাশে। ২০১৮-য় রাশিয়ায় ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এমবাপে। কাতার বিশ্বকাপেও অবিশ্বাস্য সেই ফর্ম ধরে রেখেছেন তিনি। ফাইনালে হ্যাটট্রিক সহ টুর্নামেন্টে মোট ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নিয়েছেন তিনি। যদিও এমবাপে কাতারে আর দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। আর্জেন্টিনার কাছে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
আরও পড়ুন: ধর্ষণে অভিযুক্ত মেসি-এমবাপেদের বন্ধু! ভয়ঙ্কর ঘটনায় কালির ছিটে বিশ্বকাপের চমক জাগানো তারকার
বিশ্বকাপে দুর্ধর্ষ পারফরম্যান্সের সৌজন্যে এমবাপে এবার ফিফার বর্ষসেরা একাদশেও জায়গা করে নিয়েছেন। সোমবার ফিফার তরফে ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম-ও ঘোষণা করা হয়। এমবাপের পিএসজি সতীর্থ মেসিই এবারের বর্ষসেরা ফুটবলার।
Read the full article in ENGLISH