scorecardresearch

মণীশ, শিবমের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকা-এ’কে হারাল ভারত-এ

নির্ধারিত ৩০ ওভারেই দক্ষিণ আফ্রিকা-এ দল স্কোরবোর্ডে ২০৭ তুলেছিল। ব্যাট হাতে প্রোটিয়াজ-এ দলের হয়ে এদিন রান পেয়েছেন জানেমন মালান (৩৭), ব্রিৎজকে (৩৬) এবং হেনরিখ ক্লাসেন (৪৪)।

manish pandey
ভারতীয়-এ দলকে জেতালেন মণীশ পাণ্ডে (মণী পাণ্ডে ফ্যান পেজ টুইটার)

সিনিয়র ভারতীয় দল যেখানে ওয়েস্ট ইন্ডিজে তিন ফর্ম্যাটের ক্রিকেটেই ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পথে এগোচ্ছে, সেখানে ঘরের মাঠেও দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে বেসরকারি ওয়ান ডে সিরিজে দুরন্ত পারফরম্য়ান্স মেলে ধরছে। পাঁচ ম্যাচের সিরিজে ভারত-এ দল পরপর তিনটে ম্যাচই জিতল। সিরিজের তৃতীয় ম্য়াচে ভারতকে জয় এনে দিলেন মণীশ পাণ্ডে এবং শিবম দুবে। ৩০ ওভারে ২০৮ রান তাড়া করতে নেমে মণীশ পাণ্ডে এবং শিবম দুবের বিস্ফোরক ব্য়াটে ভর করে ১৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্য়ে পৌঁছে যায় ভারত-এ।

সিরিজের আগের দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও বৃষ্টির প্রকোপ শুরু হয়েছিল। বৃষ্টিতে খেলা দেরিতে শুরু হওয়ায় ম্যাচ কমিয়ে আনা হয়েছিল ৩০ ওভারে। নির্ধারিত ৩০ ওভারেই দক্ষিণ আফ্রিকা-এ দল স্কোরবোর্ডে ২০৭ তুলেছিল। ব্যাট হাতে প্রোটিয়াজ-এ দলের হয়ে এদিন রান পেয়েছেন জানেমন মালান (৩৭), ব্রিৎজকে (৩৬) এবং হেনরিখ ক্লাসেন (৪৪)।

আরও পড়ুন ব্যাটে ইশান কিষানের ঝড়, দ্বিতীয় ওয়ানডে-তেও জয় ভারতীয়-এ দলের

দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে ভারতীয়-এ’র নেতা বাংলার ঋদ্ধিমান

জবাবে ব্যাট করতে নেমে ভারত ২৬ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। রীতুরাজ গায়কোয়াড, রিকি ভুঁই, ক্রুনাল পাণ্ডিয়া আউট হয়ে ফিরে গিয়েছিলেন প্যাভিলিয়নে। সেখান থেকে ভারতীয় ইনিংসের হাল ধরেন ইশান কিষান (৪০)। মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে ৭০ রান যোগ করে যান। ইশান আউট হওয়ার পরে নীতীশ রানাও বেশিক্ষণ টেকেননি।

শেষদিকে ব্যাটে ঝড় তোলেন শিবম দুবে। মণীশ পাণ্ডে ৫৯ বলে ৮১ রানের মারকুটে ইনিংস খেলে আউট হয়ে যাওয়ার পরে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দুবে। মণীশের ইনিংস সাজানো তিনটে বাউন্ডারি ও পাঁচটা ওভার বাউন্ডারিতে। শিবম ২৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে জোড়া বাউন্ডারি সমেত তিনটে ওভার বাউন্ডারি হাকিয়েছেন শিবম দুবে। ম্যাচের সেরা মণীশ পাণ্ডে।

Read the match highlights in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Manish pandey guided india a side to their third straight victory over south africa a