/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/manish-pandey.jpg)
মণীশ পাণ্ডে (টুইটার)
খুব তাড়াতাড়ি ছাদনাতলায় বসতে চলেছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মণীশ পাণ্ডে। সূত্রের খবর, ডিসেম্বর মাসের ২ তারিখে মণীশ পাণ্ডে বিয়ে করছেন অভিনেতা আশরিতা শেঠীকে। বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটক দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। মুম্বইয়ের মিড ডে সংবাদপত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের এক হোটেলে দু-দিন ধরে বিয়ের অনুষ্ঠান চলবে। সেখানে উপস্থিতি থাকবেন আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবরা।
ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টি২০ সিরিজ খেলবে ভারত। সেখানেই আবার প্রত্যাবর্তন ঘটাতে পারেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। সময় সূচি অনুযায়ী, জাতীয় দলের বেশ কিছু তারকা ক্রিকেটার বিয়েতে হাজির থাকতে পারেন।
আরও পড়ুন শ্রেয়স-মণীশে চার নম্বরে আস্থা ব্যাটিং কোচ রাঠোরের
মণীশ পাণ্ডের সঙ্গে বেশ কিছুদিন ডেটিং করছেন অভিনেতা আশরিতা শেঠী। মূলত দক্ষিণী সিনেমাতেই দেখা গিয়েছে আশরিতাকে। ২৬ বছরের তারকা অভিনেতাকে ইন্দ্রজিৎ, ওরু কানিয়ুম, মোনু কালাভানিকালম এবং উধায়াম এনএইচ৪-এর মতো সুপারহিট সিনেমায় দেখা গিয়েছে।
View this post on Instagram#ashritashetty #ashritashetty???? #ashritashettyofficial #ashritashettyfc
A post shared by Ashrita Shetty (@ashritashettyofficial) on
আরও পড়ুন মণীশ, শিবমের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকা-এ’কে হারাল ভারত-এ
মণীশ পাণ্ডের পরিচিতি অবশ্য আলাদা করে উল্লেখ করার দাবি রাখে না। সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত সদস্য মণীশ পাণ্ডে। তবে আইপিএলে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শতরান করার কৃতিত্ব তাঁর দখলে। বিগ হিটিং ব্য়াটসম্যান হওয়া সত্ত্বেও মণীশ পাণ্ডের বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ, তিনি নিয়মিত পারফর্ম করতে পারেন না।
জাতীয় দলের জার্সিতে ২৩টি ওয়ান ডে, ৩১টি টি-টোয়েন্টি খেলা মণীশ অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান। সেখানেই তিনি জীবনের সেরা ইনিংস খেলেন। আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ৮৯টি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিয়েছেন।
Read the full article in ENGLISH