Manoj Tiwary on Gautam Gambhir: 'পছন্দের ক্রিকেটারদেরই সুযোগ দেয়...', গম্ভীরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মনোজের

Manoj Tiwary on Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন মনোজ তিওয়ারি। বাংলার এই প্রাক্তন ক্রিকেটারের কথায়, গম্ভীর নাকি তাঁর পছন্দের ক্রিকেটারদেরই টিম ইন্ডিয়ায় সুযোগ দেন।

Manoj Tiwary on Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন মনোজ তিওয়ারি। বাংলার এই প্রাক্তন ক্রিকেটারের কথায়, গম্ভীর নাকি তাঁর পছন্দের ক্রিকেটারদেরই টিম ইন্ডিয়ায় সুযোগ দেন।

author-image
Koushik Biswas
New Update
Manoj Tiwary on Gautam Gambhir

গম্ভীরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মনোজের

Indian Cricket Team: ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের কোচিং দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। রাহুলের সেই ফাঁকা সিংহাসনে বসানো হয়েছিল গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। কিন্তু, কোচ হওয়ার পর থেকে লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়াকে সাফল্য এনে দিতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন ওপেনার। প্রথমে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় টিম ইন্ডিয়া। এরপর বর্ডার-গাভাসকার ট্রফিতেও মুখ পুড়িয়েছিল ভারত। ৩-১ ব্যবধানে হেরে ভারতে ফিরেছিলেন রোহিত-বিরাটরা। 

Advertisment

Gautam Gambhir vs Manoj Tiwary: 'যা বলেছি, ঠিক বলেছি,' গম্ভীরের আরও অন্ধকার দিক সামনে আনলেন মনোজ

আর এবার ইংল্যান্ডের বিরুদ্ধেও জয়ের আশা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। ব্রিটিশরা আপাতত পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্য়াচটি লন্ডনের কেনিংটন ওভালে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচটা যদি ভারত জিততে পারে, তাহলে সিরিজটা অন্তত ড্র করতে পারবে। আর হারলে তো কথাই নেই! আরও একবার মুখে চুনকালি মেখে দেশে ফিরতে হবে। এই পরিস্থিতিতে গম্ভীরের দল নির্বাচন নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে। কথা উঠছে, তিনি নাকি আইপিএল টুর্নামেন্টে পারফরম্য়ান্সের ভিত্তিতে ভারতীয় ক্রিকেটারদের টেস্ট স্কোয়াডে সুযোগ দিচ্ছেন। এই অভিযোগের অন্যতম উদাহরণ হল হর্ষিত রানা এবং সাই সুদর্শন। আর গত ৩ বছর ধরে টিম ইন্ডিয়ার রিজার্ভ স্কোয়াডে অভিমন্যু ঈশ্বরণকে রাখা হলেও, এখনও পর্যন্ত ডেবিউ করার সুযোগ পাননি। সত্যিই কী তাই? টেস্ট ক্রিকেটের আসল তারকাদের সরিয়ে রেখে গম্ভীর তাঁর মর্জি-মাফিক ক্রিকেটারদের সুযোগ দিচ্ছেন? এই ব্যাপারে মুখ খুললেন বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary)।

Advertisment

Manoj Tiwary on Virat Kohli Retirement: 'হঠাৎ করে কী এমন ঘটল...', বিরাটের অবসর নিয়ে প্রশ্ন মনোজ তিওয়ারির

IPL ক্রিকেটারদেরই বেছে বেছে সুযোগ দিচ্ছেন গম্ভীর?

ইন্ডিয়ান্স এক্সপ্রেস বাংলাকে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে মনোজ বললেন, 'আইপিএল ক্রিকেটারদেরই যে গম্ভীর সুযোগ দিচ্ছে সেকথা আমি একেবারে বলব না। ও এমন ক্রিকেটারদের দলে রাখতে চায়, যারা ব্যাট এবং বল দুটোই অল্প-অল্প করতে পারে।' সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'তবে একটা ব্যাপার অনস্বীকার্য, পছন্দের ক্রিকেটারদেরই গম্ভীর ভারতীয় দলে সুযোগ দেয়। হর্ষিত রানাকে তো খেলিয়েছিল। তারপর ও হাওয়া হয়ে গেল। টিম ইন্ডিয়ায় খেলার কোনও জায়গাই ছিল না হর্ষিত রানার (Harshit Rana)। ওর থেকে অনেক ভাল ক্রিকেটার লাইনে দাঁড়িয়ে ছিল, যারা ঘরোয়া ক্রিকেটে ওর থেকে অনেক ভাল পারফরম্য়ান্স করেছে। অনেক উইকেট শিকার করেছে। কিন্তু, তারপরও ওকে নিয়ে গিয়েছিল। ফলে যারা ওর পছন্দের খেলোয়াড়, যারা ওর সঙ্গে থাকে, ইয়েস স্যার-ইয়েস স্যার করে, তাদেরকেই টিম ইন্ডিয়ায় সুযোগ দেয়।'

Manoj Tiwary on Abhimanyu Easwaran: 'ছেলেটার উপর অন্যায় হচ্ছে...', অভিমন্যু ইস্যুতে ভারতীয় দল নির্বাচনকে ধুয়ে দিলেন মনোজ

মনোজের কথায়, 'পাশাপাশি গম্ভীর আরও একটা ব্যাপারে জোর দেয়। যে ভারতীয় ক্রিকেটাররা অলরাউন্ড পারফরম্য়ান্স করতে পারে, তাদেরকেই ও প্রথম একাদশে রাখার চেষ্টা করে। কিন্তু, অলরাউন্ডার দিয়ে তো আর টেস্ট ক্রিকেটে জয়লাভ করা যায় না। যদি ভাল মানের অলরাউন্ডার দলে রাখা যায়, তাহলে একটাই যথেষ্ট। কিন্তু, যদি একটা টেস্ট দলে বিশেষজ্ঞ স্পিনার না রাখা হয়, তাহলে ২০ উইকেট কীভাবে শিকার করবে? সেই অভিজ্ঞতা গম্ভীরের মধ্যে নেই। ও অধিনায়ক হিসেবে এবং মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়েছে। কোচিংয়ের অভিজ্ঞতা তো নেই। প্রথম শ্রেণীর ক্রিকেটেও তো কখনও কোচিং করায়নি। ফলে যার কোচিং করানোর কোনও অভিজ্ঞতাই নেই, তার থেকে যদি ভাল ফলাফলের প্রত্যাশা হয়, তাহলে আর কীই বা পাওয়া যাবে!'

Gautam Gambhir Manoj Tiwary Indian Cricket Team Harshit Rana