Manoj Tiwary on Abhimanyu Easwaran: 'ছেলেটার উপর অন্যায় হচ্ছে...', অভিমন্যু ইস্যুতে ভারতীয় দল নির্বাচনকে ধুয়ে দিলেন মনোজ

Abhimanyu Easwaran: আরও একটা সফর শেষ হতে চলল। কিন্তু, ভারতীয় টেস্ট ক্রিকেটে ডেবিউ হল না অভিমন্যু ঈশ্বরণের। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও তাঁকে কার্যত জল বইতে হল।

Abhimanyu Easwaran: আরও একটা সফর শেষ হতে চলল। কিন্তু, ভারতীয় টেস্ট ক্রিকেটে ডেবিউ হল না অভিমন্যু ঈশ্বরণের। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও তাঁকে কার্যত জল বইতে হল।

author-image
Koushik Biswas
New Update
Manoj Tiwary on Abhimanyu Easwaran

অভিমন্যু ঈশ্বরণের প্রতি 'অবিচার' নিয়ে মুখ খুললেন মনোজ তিওয়ারি

India vs England: আরও একটা সফর শেষ হতে চলল। কিন্তু, ভারতীয় (Indian Cricket Team) টেস্ট ক্রিকেটে ডেবিউ হল না অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran)। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও তাঁকে কার্যত জল বইতে হল। এবার দেশে ফেরার পালা। ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটানোর পরও গত তিন বছর ধরে অভিমন্যু ভারতীয় টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষা করছেন। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে একের পর এক বিদেশ সফরে যাচ্ছেন এবং কোনও ম্য়াচ না খেলেই তাঁকে দেশে ফিরে আসতে হচ্ছে।

Advertisment

গর্জে উঠলেন মনোজ তিওয়ারি

অভিমন্যুর সামনেই ১৫-র বেশি ভারতীয় টেস্ট ক্রিকেটে অভিষেক করলেন। কিন্তু, ঈশ্বরণের অপেক্ষা যেন আর শেষ হতে চাইছে না। বাংলার এই ক্রিকেটারের প্রতি লাগাতার অবিচার সহ্য করতে পারছেন না প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। এবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, অভিমন্যু ভারতীয় টেস্ট স্কোয়াডে ঢোকার যোগ্যতম দাবিদার। গত বর্ডার-গাভাসকার ট্রফিতেই অভিমন্যুকে সুযোগ দেওয়া উচিত ছিল।

Advertisment

IND vs ENG 5th Test Match: ওভালের সবুজ পিচে ব্যাটিং ধস, দ্বিতীয় দিনের শুরুতেই অলআউট ভারত

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে একান্ত সাক্ষাৎকারে মনোজ বললেন, 'দেবদত্ত পাডিক্কলকে তো স্কোয়াডের বাইরে থেকে নিয়ে এসে খেলিয়ে দেওয়া হল। অথচ, অভিমন্যু ঈশ্বরণ তো টিম ইন্ডিয়ার স্কোয়াডে প্রথম থেকেই ছিল। ঘরোয়া টুর্নামেন্টে রান করার পরই তো ওকে সুযোগ দেওয়া হয়েছে। আর ঘরোয়া ক্রিকেটে ও যেভাবে রান করে, অন্যরা তো আর সেভাবে করে না।'

IND vs ENG 5th Test Weather Update: বৃষ্টিতে ভেস্তে যাবে দ্বিতীয় দিনও? ওভাল টেস্টে সিঁদুরে মেঘ দেখছে ভারত

প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৭ শতরান রয়েছে অভিমন্যুর

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ঘরোয়া ক্রিকেটে অভিমন্যু বাংলার হয়ে খেলেন। ওপেনিং ব্যাটার হিসেবে তাঁর যথেষ্ট নামডাক রয়েছে। এখনও পর্যন্ত অভিমন্যু প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০৩ ম্য়াচে মোট ৭,৮৪১ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় ৫৪.১২। এর পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ২৭ শতরান এবং ৩১ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

IND vs ENG 5th Test: চরম বেইমানির শিকার টিম ইন্ডিয়া? 'আম্পায়ার চুর' রব তুললেন ভারতীয় সমর্থকরা

মনোজ তিওয়ারির কথায়, 'ওরা করুণ নায়ারকে সুযোগ দিয়েছে। ঠিক আছে। কিন্তু, করুণ তো এই বছরই রান করেছে। কিন্তু, গত ২-৩ বছরে তো অভিমন্যুই ঘরোয়া ক্রিকেটে দাপুটে পারফরম্য়ান্স করেছে। ওর বিরুদ্ধে অন্যায় তো হয়েইছে। ওকে অবশ্যই খেলানো উচিত ছিল। দল নির্বাচন নিয়ে অবশ্যই সমস্যা হচ্ছে। এরমধ্যে কোনও দ্বিমত থাকতে পারে না।'

Manoj Tiwary Indian Cricket Team Abhimanyu Easwaran India vs England