Manolo Marquez Resignation: মানোলোর পদত্যাগ নিয়ে লুকোছাপা! নিজের দোষেই মুখ পোড়াল ফেডারেশন?

Manolo Marquez Resignation: চলতি মাসে মানোলো মার্কোয়েজের পদত্যাগপত্র গ্রহণ করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর পদত্যাগের পরই একটি স্প্যানিশ সংবাদমাধ্যমে কার্যত বোমা ফাটিয়েছেন মানোলো।

Manolo Marquez Resignation: চলতি মাসে মানোলো মার্কোয়েজের পদত্যাগপত্র গ্রহণ করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর পদত্যাগের পরই একটি স্প্যানিশ সংবাদমাধ্যমে কার্যত বোমা ফাটিয়েছেন মানোলো।

author-image
IE Bangla Sports Desk
New Update
Manolo Marquez and Kalyan Chaubey

মানোলো মার্কোয়েজ এবং কল্যাণ চৌবে

Manolo Marquez: ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) প্রাক্তন কোচ মানোলো মার্কোয়েজ সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিন মাসেই আগেই তিনি ফেডারেশনের (AIFF) কাছে নাকি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু, মানোলোর সেই সিদ্ধান্তের কথা AIFF কার্যত চেপে রেখেছিল। অন্তত এমন কথাই দাবি করেছেন স্পেনের এই বর্ষীয়ান ফুটবল কোচ। অবশেষে জুলাই মাসে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে মানোলোকে বিদায় জানিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

মার্কা-কে বিস্ফোরক ইন্টারভিউ দিলেন মানোলো

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-কে একটি ইন্টারভিউ দিয়েছেন মানোলো মার্কোয়েজ। সেখানে তিনি বলেন, 'আমি তো গত এপ্রিল মাসেই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলাম। কিন্তু, ওরা (সর্বভারতীয় ফুটবল ফেডারেশন) আমাকে জুন ট্রান্সফার উইন্ডো অবধি থাকতে অনুরোধ করেছিল।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ভারতীয় ফুটবল দলের সাম্প্রতিক খারাপ পারফরম্যান্সের জন্য আমি দায়িত্ব যে ছাড়তে চেয়েছিলাম, ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয়। বরং, ওরাই আমাকে আরও একমাস থাকার জন্য অনুরোধ করেছিল। অবশেষে আমার প্রাথমিক সিদ্ধান্তের কথা মেনে নেওয়া হয়েছে।'

Advertisment

 

Manolo Marquez
ভারতীয় ফুটবল দলের প্রাক্তন হেড কোচ মানোলো মার্কোয়েজ

 

২০২০ সালে হায়দরাবাদ এফসি দলের কোচ হয়ে এসেছিলেন মানোলো মার্কোয়েজ। ২ বছর কোচিং করানোর পর হায়দরাবাদকে তিনি ইন্ডিয়ান সুপার লিগের খেতাব জেতান। ২০২৪ সালের জুন মাসে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ ইগর স্টিম্যাচ পদত্যাগ করেছিলেন। সেই সিংহাসনেই বসানো হয়েছিল মার্কোয়েজকে। কিন্তু, গত এক বছরে কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ভারতীয় ফুটবল দলকে তিনি জেতাতে পারেননি।

Indian Football Team: 'এবার বিশ্বকাপ খেলব...', দাবি ভারতের তারকা ফুটবলারের

মার্কোয়েজ বলেন, 'ভারতীয় ফুটবল দলকে কোচিং করানো আমার জীবনে একটা স্বপ্ন ছিল। কিন্তু, সবাই যখন একই নিয়ম পালন না করে, তখন বুঝে নিতে হয় যে এবার সরে যাওয়ার সময় এসে গিয়েছে।' উল্লেখ্য, মার্কোয়েজের কোচিংয়ে ভারতীয় ফুটবল দল ইন্টার কন্টিনেন্টাল কাপে হেরে গিয়েছে। শেষ তিনটে করে ম্য়াচ টিম ইন্ডিয়া ড্র করেছে এবং হেরে গিয়েছে। একমাত্র মালদ্বীপের বিরুদ্ধে ভারত একটি প্রীতি ম্য়াচে ৩-০ গোলে জয়লাভ করেছিল।

Indian Football Team: মানোলোর পর সুনীল-সন্দেশদের হেড স্যর কে? কোচ চেয়ে বিজ্ঞপ্তি ফেডারেশনের

এই স্প্যানিশ কোচের কথায়, 'আমার সিদ্ধান্তে হয়ত বেশ কয়েকটা ভুল ছিল। কিন্তু, যদি ফলাফল ভাল হত, তাহলে হয়ত এই দায়িত্ব আমি পালন করতাম।' প্রসঙ্গত, গত মরশুমে এই মার্কোয়েজের কোচিংয়েই এফসি গোয়া সুপার কাপ খেতাব জয় করেছিল।

Manolo Marquez Resignation: হেরেও লজ্জা নেই! আর কবে পদত্যাগ করবেন ভারতীয় ফুটবল কোচ? প্রশ্ন সমর্থকদের

মার্কোয়েজের কোচিংয়ে ভারতীয় ফুটবল দল হংকংয়ের বিরুদ্ধে শেষ ম্য়াচ খেলে। এই ম্য়াচেও টিম ইন্ডিয়া ০-১ ব্যবধানে পরাস্ত হয়েছিল। ম্য়চের দ্বিতীয়ার্ধে স্টপেজ টাইমে হংকং গোল করে ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়।

Manolo Marquez Resigns: সুনীল-সন্দেশদের ডুবিয়ে পালালেন মানোলো, ব্লু-টাইগারদের নতুন কোচ এবার কে?

শেষকালে এই স্প্যানিয়ার্ড বললেন, 'হংকং ম্য়াচের দিন তিনেক আগেই ভারতীয় ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড় জানত যে এটাই আমার শেষ ম্য়াচ হতে চলেছে। দলের কোচ যখন ছেড়ে চলে যায়, খুব স্বাভাবিকভাবেই পরিবেশটা গুমোট হয়ে ওঠে। ভারতীয় ফুটবল দলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল।'

indian football team AIFF Manolo Marquez