Manu Bhaker: অভাবনীয় সাফল্য ভারতীয় মহিলা বন্দুকবাজের, গর্বিত গোটা দেশ

Manu Bhaker: গত মঙ্গলবার (১৯ অগাস্ট) এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অভাবনীয় সাফল্য অর্জন করলেন ভারতের মহিলা বন্দুকবাজ মনু ভাকর। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন।

Manu Bhaker: গত মঙ্গলবার (১৯ অগাস্ট) এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অভাবনীয় সাফল্য অর্জন করলেন ভারতের মহিলা বন্দুকবাজ মনু ভাকর। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Manu Bhaker

এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয় করলেন মনু ভাকর

Manu Bhaker: গত মঙ্গলবার (১৯ অগাস্ট) এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অভাবনীয় সাফল্য অর্জন করলেন ভারতের মহিলা বন্দুকবাজ মনু ভাকর। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন। প্রসঙ্গত, কাজাখস্তানের শ্যিমকেন্টে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, মহিলাদের জুনিয়র ইভেন্টে সোনার পদক জয় করেছেন রশ্মিকা সেহগল। 

Advertisment

Manu Bhaker: খেল রত্নের মনোনয়নে ত্রুটি স্বীকার করলেন মানু ভাকের, বললেন, ‘পুরস্কার জেতাই আমার লক্ষ্য নয়’

এই প্রতিযোগিতায় মনু মোট ২১৯.৭ পয়েন্ট সংগ্রহ করেছেন। এই তালিকায় মনুর থেকে এগিয়ে রয়েছেন রয়েছেন দক্ষিণ কোরিয়ার জিন ইয়াং (২৪১.৬) এবং চিনের প্রতিদ্বন্দ্বী কিয়াঙ্কে মা (২৪৩.২)। প্রসঙ্গত, ফাইনাল রাউন্ডে মোট ৮ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এরমধ্যে তৃতীয় স্থান অর্জন করেন ভারতের মনু। 

Advertisment

Manu Bhaker father: ক্রিকেটার হলে খেলরত্ন পেত! বড় বিতর্কে মুখ খুললেন অলিম্পিকজয়ী মানুর বাবা

অন্যদিকে, জুনিয়র প্রতিযোগিতায় ভারতের রশ্মিকা ২৪১.৯ পয়েন্ট সংগ্রহ করেছেন। অন্যদিকে, কোরিয়ার সিয়ানহিউং হান (২৩৭.৬) এবং ইয়েজিন কিম (২১৫.১) যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন। 

Manu Bhaker, মানু ভাকের
Manu Bhaker: মানু ভাকের। Photograph: (ছবি- ফেসবুক)

এর পাশাপাশি মহিলাদের টিম ইভেন্টেও সোনার পদক জয় করেছেন রশ্মিকা। বংশিকা চৌধুরি এবং মোহিনী সিংয়ের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন তিনি। এই ইভেন্টে টিম ইন্ডিয়া ১৭২০ পয়েন্ট সংগ্রহ করেছে। এই তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে দক্ষিণ কোরিয়া (১৬৯৮) এবং কাজাখস্তান (১৬৬২)।

SRK-Manu Bhaker: রোমান্সে সেরা শাহরুখ, অমিতাভকে সত্যি বলে আঘাত করে বসলেন না তো মানু?

টিম ইভেন্টেও ব্রোঞ্জ পদক জয় মনুর

অন্যদিকে, এই একই টুর্নামেন্টে আবার সিনিয়র টিম ইভেন্টে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। এই দলে ছিলেন মনু, সুরুচি সিং এবং পালক গুলিয়া। ভারতের ঝুলিতে এসেছে মোট ১৭৩০ পয়েন্ট। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কোরিয়া প্রজাতন্ত্র (১৭৩১) এবং প্রথম স্থানে রয়েছে চিন (১৯৪০)। ভারতের থেকে তারা ১০ পয়েন্টে এগিয়ে রয়েছে।

Manu Bhaker-Neeraj Chopra marriage: নীরজের সঙ্গেই কি সংসার পাতছেন মানু, অলিম্পিকের পদকজয়ী এবার মনের ইচ্ছা জানালেন সরাসরি

ইতিপূর্বে, মনু ৫৮৩ পয়েন্ট সংগ্রহ করে ফাইনাল রাউন্ডের যোগ্যতা অর্জন করেছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে নাম লিখিয়েছিলেন তিনি। অন্যদিকে, ৫৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছিলেন চিনের কিয়ানজান ইয়াও।

তবে সুরুচি এবং পালক ফাইনালের যোগ্যতাই অর্জন করতে পারেননি।

Manu Bhaker