ক্লাবের ইচ্ছার বিরুদ্ধে চ্যারিটি ম্যাচ আয়োজন করেছিলেন মারাদোনা
নিজের উদ্যোগে তিনি আয়োজন করেন চ্যারিটি ম্যাচ। নিজে খুটিনাটি সমস্ত বিষয়ের দায়িত্ব নিয়ে খেলা বন্দোবস্থ করেন। নিজেও অংশ নেন ম্যাচে। সেই ম্যাচে একটি গোলও করেন।
তিনি মেজাজী। আবার দিলদরিয়াও। ফুটবল মাঠে নামলে বাঁ পায়ে ম্যাজিক ছিটকে পড়ে। দিয়েগো মারাদোনা মানেই একটা গল্প, একটা কাহিনী। মারাদোনার সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনকার নয়, ৩৬ বছর আগের। যে সময় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি।
Advertisment
নেপলসে খেলার সময়ে কীভাবে একটি চ্যারিটি ম্যাচ আয়োজন করেছিলেন, সেই সেই ভিডিওতে উঠে এসেছে। ১৯৮৪ সালে মারাদোনা তখন নেপলসের হয়ে খেলছেন। সেই সময়েই স্থানীয় দুঃস্থ বালক-বালিকাদের সাহায্যার্থে মারাদোনা উদ্বেলিত হয়েছিল।
সরাসরি ফিফা ও নিজের ক্লাব নেপলসের কাছে আর্জি জানিয়েছিলেন, যেন একটি চ্যারিটি ম্যাচ আয়োজন করে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হয় দুঃস্থদের হাতে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ও তাঁর ক্লাব নেপলস সরাসরি তাঁর আর্জি খারিজ করে দেয়।
In 1984, against the wishes of his club Napoli, Diego Maradona played in a charity match for a sick child in one of the poorest suburbs of Naples.
তবে এতে দমে যাননি কিংবদন্তি। নিজের উদ্যোগে তিনি আয়োজন করেন চ্যারিটি ম্যাচ। নিজে খুটিনাটি সমস্ত বিষয়ের দায়িত্ব নিয়ে খেলা বন্দোবস্থ করেন। নিজেও অংশ নেন ম্যাচে। সেই ম্যাচে একটি গোলও করেন।
মারাদোনার আয়োজন করা সেই ম্যাচ দেখতে ছোটমাঠে দর্শক উপচে পড়েছিল। স্থানীয় হিসেবে অনুযায়ী, ৪০০০ দর্শক এসেছিলেন সেই খেলা দেখতে। তবে বেসরকারি মতে, সেই সংখ্যা আরও বেশি। সেই ম্যাচের থেকে সংগৃহীত অর্থ মারাদোনা তুলে দেন দুঃস্থদের হাতে।