/indian-express-bangla/media/media_files/2025/04/22/5LDZUG9JdOHFVtrAE0P3.jpg)
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্য়াচ গড়াপেটার বিস্ফোরক অভিযোগ
Rajasthan Royals: চলতি আইপিএল টুর্নামেন্টে (IPL 2025) গত ১৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ম্য়াচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে রাজস্থান রয়্যালস ২ রানে হেরে যাওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। জয়পুরে আয়োজিত এই ম্যাচে লখনউ প্রথমে ব্য়াট করতে নেমে রাজস্থানকে ১৮১ রানের টার্গেট দেয়। টার্গেট তাড়া করতে নেমে রাজস্থান একটা সময় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল।
কিন্তু, শেষ ওভারে LSG-র পেস বোলার আভেশ খান দুর্দান্ত বল করে ম্য়াচটা লখনউকে জিতিয়ে দেয়। তবে রাজস্থান রয়্যালসের এই পরাজয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের বিরুদ্ধে তোলা হচ্ছে ম্য়াচ গড়াপেটার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ। এমন অভিযোগের পর গোটা ক্রিকেট বিশ্ব কার্যত হতবাক হয়ে গিয়েছে।
Sanju Samson: সত্যিই কি চোট না পিছনে অন্য গল্প? বেঙ্গালুরুর বিরুদ্ধেও খেলবেন না সঞ্জু
RR-এর বিরুদ্ধে ম্য়াচ গড়াপেটার অভিযোগ
ইতিমধ্যে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের আধিকারিক জয়দীপ বিহানী নিউজ ১৮-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে RR-এর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ নিয়ে এসেছেন। সঞ্জু স্যামসন নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন। শেষ ওভারে LSG-র বিরুদ্ধে রাজস্থানের পরাজয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বললেন, 'শেষ ওভারে জেতার জন্য রাজস্থান রয়্যালসকে মাত্র ৯ রান করতে হত। এমন তো নয় যে হাতে আর উইকেট ছিল না। দলের সেরা ব্যাটাররা ওই সময় উইকেটে উপস্থিত ছিলেন। এই জায়গা থেকে কীভাবে যে একটা দল হারতে পারে, সেটাই আমার মাথায় ঢুকছে না। এই ম্য়াচটা যে আগে থেকেই গড়াপেটা করা হয়েছিল, সেটা যে কোনও বাচ্চা ছেলে বলে দিতে পারবে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শেষ ওভারে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট করছিলেন শিমরন হেটমায়ার এবং ধ্রুব জুরেল। গোটা ওভারে রাজস্থান একটাও বাউন্ডারি হাঁকাতে পারেনি। এমনকী, হেটমায়ারও আউট হয়ে যান। শেষপর্যন্ত, ২ রানে ম্য়াচটা হেরে যায় রাজস্থান রয়্যালস।