/indian-express-bangla/media/media_files/2025/06/10/VhcjWo5mMRzKS2RWr7TJ.jpg)
ছবিটি প্রতীকী
Bangladesh Cricket Team: বাংলাদেশ ক্রিকেটের একটা চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, টাইগারবাহিনীর এক ক্রিকেটারকে ৫ বছরের জন্য নির্বাসিত করা হবে। এই ক্রিকেটারের নাম মিনহাজুল আবেদিন সাব্বির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার (Match Fixing) অভিযোগ নিয়ে এসেছে। সেইসঙ্গে আবেদন করা হয়েছে, এই ক্রিকেটারকে যেন কমপক্ষে ৫ বছরের জন্য নির্বাসিত করা হয়। ঢাকা প্রিমিয়ার লিগের গত মরশুমেই মিনহাজুলের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। চলতি বছর DPL টুর্নামেন্টে গুলশান ক্রিকেটের বিরুদ্ধে খেলতে নেমেছিল শাহিনপুকুর ক্রিকেট ক্লাব। এই ম্য়াচের দুটো আউটকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের সূত্রপাত। অবশেষে তদন্তের পর সাব্বিরকে দোষী সাব্যস্ত করা হয়।
Match Fixing in Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটে ভয়ঙ্কর কাণ্ড, ম্যাচ গড়াপেটায় কলঙ্কিত টাইগাররা
ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগ
ক্রিকবাজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, তদন্ত মারফৎ জানা গিয়েছে যে সাব্বির নাকি সন্দেহজনক বুকিদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পাশাপাশি এই ব্যাপারটা তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার কাছেও লুকিয়ে যান। আপাতত এই মামলাটি BCB-র অ্যান্টি কোরাপশন ট্রাইবুনালে পাঠানো হয়। তথ্য প্রমাণাদি যাচাই করার পর সাব্বিরকে কমপক্ষে ৫ বছর নির্বাসিত করার দাবি তোলা হচ্ছে।
BCCI On Match Fixing: IPL-এর মাঝেই বড় সিদ্ধান্ত, ম্যাচ গড়াপেটা রুখতে অ্যাকশন মোডে বিসিসিআই
তদন্ত মারফৎ আরও জানা গিয়েছে, সাব্বির একটি বিদেশি ফোন নম্বরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। আপাতত আশঙ্কা করা হচ্ছে, কোনও বিদেশি বুকির সঙ্গেই তিনি সম্পর্ক রাখতেন। আধিকারিকদের কথায় এই ব্যাপারটা আন্তর্জাতিক অপরাধ হিসেবেই ধরা হচ্ছে। সেক্ষেত্রে আইসিসি-র দুর্নীতি দমন শাখা এবং ইন্টারপোলের সহযোগিতা গ্রহণ করা হতে পারে।
যদি সাব্বিরের উপর এই শাস্তির খাঁড়া অব্যাহত থাকে, সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করা তাঁর পক্ষে বেশ কঠিনই হয়ে যাবে। ২৭ বছর বয়সি মিনহাজুল আবেদিন সাব্বির ঘরোয়া ক্রিকেটে একটিই প্রথম শ্রেণীর ম্য়াচ খেলেছেন। এর পাশাপাশি ২৫ লিস্ট এ ম্য়াচ খেলেছেন। অন্যদিকে, জোড়া টি-২০ ম্য়াচও খেলেছেন তিনি। সাব্বিরের উপর আপাতত কত বছরের নির্বাসন লাগু হয়, সেটাই আপাতত দেখার।