Advertisment

India vs Bangladesh: কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে বিজয় মার্চেন্টের সঙ্গে এক আসনে ময়ঙ্ক

কেরিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন ময়ঙ্ক আগরওয়াল, ইন্দোরে ঝলসাচ্ছে তাঁর ব্য়াট। দেখতে দেখতে প্রত্য়াশিত সেঞ্চুরি করে ফেললেন ভারতের ওপেনার।

author-image
IE Bangla Web Desk
New Update
MAYANK AGARWAL hits century

কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি ময়ঙ্ক আগরওয়ালের (ছবি-টুইটার, বিসিসিআই)

কেরিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন ময়ঙ্ক আগরওয়াল, ইন্দোরেও ঝলসাচ্ছে তাঁর ব্য়াট। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি করেই ময়ঙ্ক বুঝিয়ে দিয়েছিলেন তিনি রয়েছেন দুরন্ত ফর্মে। শুক্রবার ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ময়ঙ্কের ব্য়াট থেকে এল ঝকঝকে সেঞ্চুরি।

Advertisment

এদিন ভারত হোলকার স্টেডিয়ামে বাংলাদেশের থেকে ৬৪ রানে পিছিয়ে হাতে ন উইকেট নিয়ে খেলা শুরু করে।গতকাল অপরাজিত ছিলেন ময়াঙ্ক (৩৭) এবং চেতেশ্বর পূজারা (৪৩)। পূজারা এদিন ৫৪ করেই ফিরে যান।

এরপর বিরাট কোহলি এসেও কোনও রান যোগ না করেই আউট হয়ে যান। ভারতের হয়ে একটা প্রান্ত সামলে যাচ্ছিলেন ময়ঙ্ক। অজিঙ্ক রাহানাকে পাশে পেয়ে করে ফেললেন কেরিয়ারেত তৃতীয় সেঞ্চুরিটি।

আরও পড়ুন-বিনয় কুমারের পেপটকেই বদলে যান ময়ঙ্ক, জানালেন রবিন উথাপ্পা

গতবছর টেস্ট ক্রিকেটে অভিষেক করেছেন ময়ঙ্ক। কর্ণাটকের ব্য়াটসম্য়ান কেরিয়ারের অষ্টম টেস্ট খেলতে নেমেই তিন নম্বর সেঞ্চুরিটি করে ফেললেন। বোঝাই যাচ্ছে দুরন্ত সময়ের মধ্য়ে দিয়ে যাচ্ছেন তিনি। ময়ঙ্ক মাত্র ১২ ইনিংসে ৬০ প্লাসের গড়ে ফিফটি প্লাস রান করেছেন। তাঁর অভিষেকের পর থেকে একমাত্র স্টিভ স্মিথই ময়ঙ্কের থেকে বেশি রান করেছেন।

ময়ঙ্ক এদিন যুগ্মভাবে চতুর্থ ভারতীয় হিসাবে এক রেকর্ড করলেন। টেস্ট ওপেনার হিসেবে সবচেয়ে কম ইনিংস খেলে তৃতীয় সেঞ্চুরি করলেন। ক্রীড়া পরিসংখ্য়ানবিদ মোহনদাস মেনন টুইট করে সেই তথ্য় জানিয়ে দিলেন। ভারতীয়দের মধ্য়ে সবচেয়ে কম টেস্ট খেলে টেস্ট শতরানের নজির রয়েছে রোহিত শর্মার। চারটি ইনিংসে তিনটি সেঞ্চুরি করেন তিনি। এরপর রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর। সাত ইনিংসে তিনি তিন নম্বর টেস্ট সেঞ্চুরি রান। গাভাস্করের নিচেই রয়েছেন কেএল রাহুল। তিনি নিয়েছিলেন ন'টি ইনিংস। বিজয় মার্চেন্ট ও ময়ঙ্ক যুগ্মভাবে ১২টি ইনিংসে তৃতীয় টেস্ট শতরানের কৃতিত্বের অংশীদার। তালিকায় তাঁরা রয়েছেন চারে।

cricket Bangladesh India
Advertisment