/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/MIX.jpg)
পাকিস্তানের হেড কোচ হলেন মিসবা, বোলারদের দায়িত্বে ওয়াকার
প্রত্য়াশা মতোই মিসবা-উল-হককে পাকিস্তান ক্রিকেট বোর্ড হেড কোচ হিসাবে নিযুক্ত করল। তিন বছরের চুক্তিতে পাকিস্তানের নতুন হেড স্য়ার হলেন তিনি। পাশাপাশি পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিস হলেন দলের নতুন বোলিং কোচ। বুধবার টুইট করে এই ঘোষণা করে দিল পিসিবি।
???? JUST IN ????@captainmisbahpk named Pakistan head coach and chief selector.
MORE ???? https://t.co/dlN8MggeUZpic.twitter.com/b8HTttdhFy
— Pakistan Cricket (@TheRealPCB) September 4, 2019
২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রিকেটকে বিদায় জানান মিসবা। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তিনিই সবচেয়ে বেশিদিন টেস্ট ফর্ম্য়াটে ক্য়াপ্টেন ছিলেন। মিসবা ৭৫টি টেস্ট খেলেছেন। ১৬২টি ওয়ান-ডে ও ২৯টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। মিসবা আজও পাকিস্তানের অন্য়তম সেরা টেস্ট ক্য়াপ্টেন হিসেবেই পরিচিত। তাঁর ক্য়াপ্টেনসিতে ৫৬টি টেস্টের মধ্য়ে পাকিস্তান ২৬টি টেস্ট জিতেছে ও ১৯টি হেরেছে। ১১টি টেস্ট ড্র হয়েছিল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us