Mitchell Marsh Shocking Revelation: একটা খারাপ ম্য়াচ, চরম সিদ্ধান্তের পথে তারকা অজি ক্রিকেটার!

Australia vs New Zealand T20I: অস্ট্রেলিয়া এবং নিউজিল্য়ান্ডের মধ্যে আপাতত আন্তর্জাতিক টি-২০ সিরিজ চলছে। বৃষ্টির কারণে দ্বিতীয় টি-২০ ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। ম্যাচের পর মিচেল মার্শ একটি বড়সড় মন্তব্য করলেন।

Australia vs New Zealand T20I: অস্ট্রেলিয়া এবং নিউজিল্য়ান্ডের মধ্যে আপাতত আন্তর্জাতিক টি-২০ সিরিজ চলছে। বৃষ্টির কারণে দ্বিতীয় টি-২০ ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। ম্যাচের পর মিচেল মার্শ একটি বড়সড় মন্তব্য করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mitchell Marsh

মিচেল স্টার্কের পর এবার অবসরের পথে মিচেল মার্শও?

Mitchell Marsh: অস্ট্রেলিয়ান ব্যাটার মিচেল মার্শ সম্প্রতি একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ চলাকালীন একটা সময় অবসরের চিন্তাভাবনা করে ফেলেছিলেন তিনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অস্ট্রেলিয়া (Australia Cricket Team) এবং নিউজিল্য়ান্ডের মধ্যে আপাতত আন্তর্জাতিক টি-২০ সিরিজ চলছে। বৃষ্টির কারণে দ্বিতীয় টি-২০ ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়েছে। ম্যাচের পর মিচেল মার্শ একটি বড়সড় মন্তব্য করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, শুরুটা তিনি একেবারেই ভাল করতে পারেননি। সেকারণে অবসরের চিন্তাভাবনাও করতে শুরু করেছিলেন।

Advertisment

AUS vs SA: ৩৩ বছর পর ঘটল ম্য়াজিক, ক্রিকেট নয়া ইতিহাস গড়ল এই স্টেডিয়াম!

'ঠিক করেছিলাম আজই অবসর গ্রহণ করব...'

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচে ঝমঝমিয়ে বৃষ্টি হয়। সেকারণে ঠিক করা হয়েছিল, দুটো দলই ৯ ওভার করে খেলবে। ২.১ ওভারে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ১৬ রান করেছিল। এরপর ফের বৃষ্টি নামে। সেকারণে খেলা বন্ধ করে দিতে হয়। এই ম্যাচে মিচেল ৮ বলে ৯ রান করেছিলেন। যদি একটি ওভার বাউন্ডারির কথা বাদ দেওয়া যায়, তাহলে এই ইনিংসে মার্শকে প্রত্যেকটা রান করার জন্য যথেষ্ট লড়াই করতে হয়েছে। আর সেকারণেই ম্য়াচের শেষে তিনি বললেন, 'আজকের মতো একটা দিনে ক্রিকেট খেলা সবসময়ই বেশ কঠিন হয়। আমরা সমর্থকদের জন্য আরও ভাল ক্রিকেট উপহার দিতে চাই। কিন্তু, খারাপ আবহাওয়াই আজ শেষপর্যন্ত জয়লাভ করেছে।' 

Advertisment

AUS vs SA: ভগবান শ্রী রামের পরম ভক্ত, ইতিহাস গড়লেন এই ক্রিকেটার!

সেইসঙ্গে মার্শ আরও যোগ করেছেন, 'আশা করছি, আগামীকাল আবহাওয়া ভাল হবে। চ্যাপেল-হ্যাডলির মতো এত বড় একটা ট্রফি দুটো দলের ইতিহাসকেই সমৃদ্ধ করবে। ৯ ওভারের ম্য়াচে আমি ৫ বল খেলে মাত্র ১ রান করেছিলেন। গোটা কেরিয়ারে আমি কোনওদিন এতটাও চাপ অনুভব করিনি। এই জায়গা থেকে অবসর গ্রহণ করতে পারলে খুব ভাল হত। আমি তো অবসর গ্রহণের ব্যাপারে একপ্রকার সিদ্ধান্তও গ্রহণ করে ফেলেছিলাম।'

AUS vs AFG: আউট করেও আউট নিল না অস্ট্রেলিয়া! আফগানিস্তান ম্যাচে বড় সিদ্ধান্ত স্টিভ স্মিথের

মিচেলের মন্তব্যে টি-২০ বিশ্বকাপের আগে বাড়ল চিন্তা

২০২৬ টি-২০ বিশ্বকাপের আয়োজন আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে হতে চলেছে। এই টুর্নামেন্টের আগে মিচেল স্টার্কের অবসর গোটা ক্রিকেট বিশ্বকে স্তম্ভিত করেছিল। এবার যদি স্বয়ং অধিনায়ক মিচেল মার্শও এমন মন্তব্য করেন, তাহলে অজি ক্রিকেট সমর্থকদের চিন্তা নিশ্চিতভাবে বেড়ে যাবে। কারণ এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেট সমর্থকদের আপাতত একটাই প্রত্যাশা। ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার যেন আগামী বছর টি-২০ বিশ্বকাপটা অন্তত খেলেন।

Mitchell Marsh Australia Cricket Team