AUS vs SA: ৩৩ বছর পর ঘটল ম্য়াজিক, ক্রিকেট নয়া ইতিহাস গড়ল এই স্টেডিয়াম!

Matthew Breetzke Record: দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দক্ষিণ আফ্রিকা আরও একবার দুর্দান্ত ব্যাটিংয়ের 'নজরানা' পেশ করলেন ম্যাথু ব্রিৎজকে। এই ম্য়াচে তাঁর ব্যাট থেকে ৮৮ রান বেরিয়ে এসেছে।

Matthew Breetzke Record: দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দক্ষিণ আফ্রিকা আরও একবার দুর্দান্ত ব্যাটিংয়ের 'নজরানা' পেশ করলেন ম্যাথু ব্রিৎজকে। এই ম্য়াচে তাঁর ব্যাট থেকে ৮৮ রান বেরিয়ে এসেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Australia vs South Aftrica

মকায় স্টেডিয়ামে খেলা হচ্ছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ

Australia Cricket Team: ইতিমধ্যে জমে উঠেছে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্য়াচ। এই ম্য়াচটি মকায় স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এই স্টেডিয়ামে ৩৩ বছর পর অস্ট্রেলিয়া পুরুষদের ওয়ানডে ক্রিকেট ম্য়াচ আয়োজন করল। এই সিরিজের প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ৯৮ রানে জয়লাভ করেছিল। এবার দ্বিতীয় ম্য়াচটা জিতে তিন ম্য়াচের এই সিরিজটাই তারা নিজেদের পকেটে পুরে ফেলতে চায়। এই ম্য়াচে ২৭৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

শেষবার ভারতীয় ক্রিকেট দল এখানে খেলেছিল ওয়ানডে ম্য়াচ

Advertisment

মকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়াম নিয়ে আলোচনা করা যাক। শেষবার এই স্টেডিয়ামে ১৯৯২ সালে পুরুষ ক্রিকেটে ওয়ানডে ম্য়াচ খেলা হয়েছিল। বিশ্বকাপ টুর্নামেন্টে আয়োজিত সেই ম্য়াচে ভারত এবং শ্রীলঙ্কা খেলতে নেমেছিল। মাত্র ২ বল খেলার পরই ম্য়াচটি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। এবার ৩৩ বছর পর ফের একবার এই স্টেডিয়ামে পুরুষ ক্রিকেটে ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হল। 

AUS vs SA: ভগবান শ্রী রামের পরম ভক্ত, ইতিহাস গড়লেন এই ক্রিকেটার!

প্রসঙ্গত, ২০২১ সালে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল এই স্টেডিয়ামে ওয়ানডে ম্য়াচ খেলেছিল। এছাড়া ২০২৪ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দলের মধ্যে একটি টি-২০ ম্য়াচের আয়োজন করা হয়। দুটো দলই এখানে ২ ম্য়াচ খেলেছে।

ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়লেন ম্য়াথু ব্রিৎজকে

Advertisment

সিরিজের দ্বিতীয় ম্য়াচে অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এই সিরিজের প্রথম ম্য়াচে দুর্দান্ত অর্ধশতরান করার পর, দ্বিতীয় ম্য়াচেও ৮৮ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিলেন ম্য়াথু ব্রিৎজকে। সঙ্গে গড়ে ফেললেন এক অনন্য ইতিহাস। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে এই রেকর্ড কায়েম করলেন প্রোটিয়া ব্যাটার। 

Australian Cricketer Death: অস্ট্রেলিয়া ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার

ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিৎজকে

দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে দক্ষিণ আফ্রিকা আরও একবার দুর্দান্ত ব্যাটিংয়ের 'নজরানা' পেশ করলেন। এই ম্য়াচে তাঁর ব্যাট থেকে ৮৮ রান বেরিয়ে এসেছে। তিনি ৮ বাউন্ডারি এবং ২ ছক্কা হাঁকিয়েছেন। বর্তমানে ম্য়াথু ব্রিৎজকে কেরিয়ারের প্রথম চারটে ওয়ানডে ইনিংসে ৫০+ রান করার নজির কায়েম করলেন।

Ind vs Australia: অজিদের জন্য আলাদা গেমপ্ল্যান, 'ফোকাস রাখ'– ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে সতীর্থদের বার্তা রোহিতের

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে করেছিলেন ডেবিউ

চলতি বছর ম্যাথু ব্রিৎজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেবিউ করেছিলেন। পাকিস্তানের মাটিতে ডেবিউ করার সুযোগ পেয়েছিলেন তিনি। ডেবিউ ম্য়াচে ম্যাথু ব্রিৎজকে ১৫০ রানের মারকাটারি ইনিংস খেলেছিলেন। এরপর দ্বিতীয় ম্য়াচ পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন। সেখানে ম্যাথু ৮৩ রান করেছিলেন।

Australia Cricket Team