AUS vs SA: ভগবান শ্রী রামের পরম ভক্ত, ইতিহাস গড়লেন এই ক্রিকেটার!

AUS vs SA 1st ODI Highlights: প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া ব্রিগেড ২৯৭ রানের টার্গেট অস্ট্রেলিয়াকে দিয়েছিল। কিন্তু, ক্যাঙারুবাহিনী ১৯৮ রানেই অলআউট হয়ে যায়। সিরিজের প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ৯৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

AUS vs SA 1st ODI Highlights: প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া ব্রিগেড ২৯৭ রানের টার্গেট অস্ট্রেলিয়াকে দিয়েছিল। কিন্তু, ক্যাঙারুবাহিনী ১৯৮ রানেই অলআউট হয়ে যায়। সিরিজের প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ৯৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Keshav Maharaj

অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্রিগেডকে একাই ধ্বংস করলেন কেশব মহারাজ

Keshav Maharaj: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্য়াচে দক্ষিণ আফ্রিকার (South Africa Cricket Team) প্রখ্যাত স্পিনার কেশব মহারাজ দুর্দান্ত বল করলেন। তিনি শুধুমাত্র প্রোটিয়া ব্রিগেডকে জিততে সাহায্যই করলেন না, ক্রিকেট বিশ্বে গড়ে ফেললেন এক নয়া ইতিহাস। উল্লেখ্য, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। এই সিরিজের প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকা ৯৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

Advertisment

প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া ব্রিগেড ২৯৭ রানের টার্গেট অস্ট্রেলিয়াকে দিয়েছিল। কিন্তু, ক্যাঙারুবাহিনী ১৯৮ রানেই অলআউট হয়ে যায়। এই জয়ের নেপথ্যে সবথেকে বড় অবদান রয়েছে কেশব মহারাজের। তিনি মাত্র ৩৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এবং দুটো বড় রেকর্ডও কায়েম করেছেন। এই ম্য়াচে মহারাজ এমন একটি কৃতিত্ব স্থাপন করেছেন, যা আজ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার অর্জন করতে পারেননি।

কেশব মহারাজ নিলেন ৫ উইকেট হল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্য়াচে কেশব মহারাজ দুর্দান্ত বোলিং করলেন। তিনি ১০ ওভারের স্পেলে ৩৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। যদিও ৪.২ ওভারের মধ্যেই তিনি পাঁচ উইকেট শিকার করে ফেলেছিলেন। মারনাস লাবুশেনকে প্রথমে প্যাভিলিয়নের রাস্তা দেখান কেশব। এরপর তিনি একে একে ক্যামেরন গ্রিন, জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি এবং অ্যারন হার্ডির উইকেট তুলে নেন। এই প্রথমবার ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেট হলের কৃতিত্ব স্থাপন করলেন তিনি। ইতিমধ্যে আবার দুটো বড় রেকর্ডও গড়ে ফেলেছেন।

Advertisment

Pakistan Cricket Team: চরম দুঃসংবাদ পাকিস্তান ক্রিকেটে, নিজেদের দোষেই শেষ সবকিছু!

প্রথম দক্ষিণ আফ্রিকান স্পিনার হিসেবে গড়লেন এমন কৃতিত্ব

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট শিকার পাশাপাশি কেশব মহারাজ আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের মাইলফলকও স্পর্শ করলেন। দক্ষিণ আফ্রিকার ১৩৬ বছরের ক্রিকেট ইতিহাসে কেশবই প্রথম স্পিনার যিনি উইকেট শিকারের ট্রিপল সেঞ্চুরি করলেন। ক্রিকেটের তিনটে ফরম্য়াট মিলিয়ে মহারাজ এখনও পর্যন্ত ১৪৭ ম্য়াচের ১৮৭ ইনিংসে মোট ৩০৪ উইকেট শিকার করলেন।

Keshav Maharaj (1)
একাই ৫ উইকেট শিকার করলেন কেশব মহারাজ

মহারাজের আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে শন পোলক, ডেল স্টেইন, মাখায়া এন্টিনি, অ্যালান ডোনাল্ড, কাগিসো রাবাডা, জ্যাক কালিস এবং মর্নি মর্কেল এই মাইলস্টোন স্পর্শ করেছিলেন। যদি তাঁরা প্রত্যেকেই জোরে বোলার ছিলেন।

South Africa ICC Trophy: ২৭ বছর পর ঘুচল 'চোকার্স' তকমা, দ্বিতীয়বার আইসিসি ট্রফি জিতল আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেট শিকারী স্পিনার

  • কেশব মহারাজ - ৩০৪ উইকেট
  • ইমরান তাহির - ২৯১ উইকেট
  • নিকি বোয়ে - ১৯৬ উইকেট
  • হ্যুগ টেফিল্ড - ১৭০ উইকেট
  • তাবরেজ শামসি - ১৬৮ উইকেট

South Africa Wins WTC Final: চুরমার অস্ট্রেলিয়ার অহংকার, টেস্ট ক্রিকেটে ইতিহাস লিখল দক্ষিণ আফ্রিকা

বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গড়লেন এমন রেকর্ড

অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ওয়ানডে ম্য়াচে ৫ কিংবা তার বেশি উইকেট শিকারী হিসেবে কেশব মহারাজ চতুর্থ স্থান দখল করলেন। ইতিপূর্বে রবি শাস্ত্রী, সাকলেন মুস্তাক এবং জিমি অ্যাডামস এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

India vs South Africa T20I Series 2024: শুক্রবারই শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা হাড্ডাহাড্ডি সিরিজ! ফ্রি-তে দেখা যাবে কোন চ্যানেলে, কখন, জেনে নিন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেট শিকারি স্পিনার

  • কেশব মহারাজ - ৫/৩৩ বনাম অস্ট্রেলিয়া, কেন্স, ২০২৫
  • রবি শাস্ত্রী - ৫/১৫ বনাম অস্ট্রেলিয়া, পারথ, ১৯৯১
  • সাকলেন মুস্তাক - ৫/২৯ বনাম অস্ট্রেলিয়া, অ্যাডিলেড, ১৯৯৬
  • জিমি অ্যাডামস - ৫/৩৭ বনাম পাকিস্তান, অ্যাডিলেড, ১৯৯৬
South Africa Cricket Team Keshav Maharaj