Mitchell Starc: অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) তারকা পেস বোলার মিচেল স্টার্ক আপাতত টেস্ট কেরিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু, আগের তুলনায় তিনি যে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন, তা বলা যেতেই পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্টার্ক তাঁর শততম টেস্ট ম্য়াচ খেলতে নেমেছেন। এই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে এক নয়া ইতিহাস কায়েম করলেন। জামাইকা টেস্টে স্টার্ক ৫ উইকেট হল করার পাশাপাশি ঝুলিতে পুরলেন একাধিক রেকর্ড। স্টার্কের এই দুর্দান্ত বোলিংয়ের কারণেই ওয়েস্ট ইন্ডিজ মাত্র ২৭ রানে অলআউট হয়ে গেল।
ইতিহাস লিখলেন মিচেল স্টার্ক
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্য়াচে মিচেল স্টার্ক অভাবনীয় পারফরম্য়ান্স করলেন। প্রথম ইনিংসে তিনি মাত্র একটাই উইকেট শিকার করেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে স্টার্ক টেস্ট ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করলেন। মাত্র ১৫ বলের মধ্যেই তিনি ৫ উইকেট হল করেন। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার এই আগুন পেসার টেস্ট ক্রিকেট ইতিহাসে সবথেকে কম বলে ৫ উইকেট শিকার করেছেন।
Mitchell Starc Mocks Yashasvi Jaiswal: যশস্বীকে আউট করে কুকুরের মত জিভ বের করে ভেংচি! ফের বিতর্কের উত্তাপ স্টার্কের, রইল ভিডিও
উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে তিনি ৭.৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন। আর সেইসঙ্গে টেস্ট ক্রিকেটে স্পর্শ করলেন ৪০০ উইকেটের মাইলফলকও। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চতুর্থ বোলার হিসেবে স্টার্ক টেস্ট ফরম্য়াটে ৪০০ উইকেট শিকার করলেন। পাশাপাশি ক্রিকেট বিশ্বের তৃতীয় বাঁ-হাতি পেস বোলার হিসেবে এই সাফল্যের শৃঙ্গ তিনি স্পর্শ করেছেন।
Mitchell Starc IPL 2025: বড় বিপদে মিচেল স্টার্ক! বৌয়ের কথায় 'হাপিশ' কোটি-কোটি টাকা
পিঙ্ক বলে 'সুপারস্টার' মিচেল স্টার্ক
যখনই গোলাপি বলে কোনও টেস্ট ম্য়াচ আয়োজন করা হয়, সেই ম্য়াচে যেন আরও বেশি করে জ্বলে ওঠেন মিচেল স্টার্ক। আর সেকারণেই তাঁকে পিঙ্ক বলের সুপারস্টার বলা হয়। প্রসঙ্গত, স্টার্ক ১০০ টেস্ট ম্য়াচে ২৭.০২ গড়ে মোট ৪০২ উইকেট শিকার করেছেন।
Mitchell Starc reacts to Yashasvi Jaiswal's sledge: ধীর গতিতে বল আসছে নাকি! জয়সওয়ালকে প্ল্যাটিনাম ডাক-এ ফিরিয়ে প্রতিশোধের হলকা স্টার্কের
স্টার্ক ছাড়া বাঁ-হাতি পেস বোলারদের মধ্যে রঙ্গনা হেরাথ এবং ওয়াসিম আক্রম এই কৃতিত্ব অর্জন করেছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন গ্লেন ম্য়াকগ্রা, নাথান লিয়ন এবং শেন ওয়ার্ন।