ইন্দোরে শামি-মায়াঙ্কের জোড়া ফলায় ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ। ভারত জয় পেয়েছে ইনিংস ও ১৩০ রানে। শামি বল হাতে দুই ইনিংসেই আগুন ছুটিয়েছেন। প্রথম ইনিংসে ৩ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও চারজন বাংলাদেশি ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন। অন্যদিকে, মায়াঙ্ক একাই ব্যাট হাতে ২৪৩ করেছেন।
দুরন্ত এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় আট ধাপ অগ্রগমণ ঘটিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন শামি। আপাতত তাঁর টেস্টে রেটিং পয়েন্ট ৭৯০। এতদিন পর্যন্ত এই রেটিং-এর বেশি অর্জন করেছেন মাত্র দু-জন ভারতীয় বোলার। কপিল দেব (৮৭৭) এবং জসপ্রীত বুমরা (৮৩২)।
আরও পড়ুন শেষ দু’বছরে দ্বিতীয় ইনিংসে সফলতম শামি, পিছনে ফেলে দিলেন কামিন্স-রাবাদাদের
ইন্দোরে দ্বিশতরানকারী মায়াঙ্ক আগারওয়াল আবার টেস্টের র্যাঙ্কিংয়ে ১১ নম্বরে চলে এসেছেন। কেরিয়ারের প্রথম ৮ টেস্ট অংশ নিয়ে ৮৫৮ রানের সুবাদে মায়াঙ্ক ৬৯১ রেটিং পয়েন্ট অর্জন করে ফেলেছেন। টেস্টের ইতিহাসে প্রথম ৮ টেস্টে খেলার পরে মাত্র ৭জন ব্যাটসম্যান মায়াঙ্কের থেকে বেশি পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তাঁরা হলেন ডন ব্র্যাডম্যান (১২১০), এভার্টন উইকস (৯৬৮), সুনীল গাভাসকার (৯৩৮), মার্ক টেলর (৯০৬), জর্জ হেডলি (৯০৪), ফ্র্যাঙ্ক ওরেল (৮৯০), হার্বার্ট সার্টক্লিফ (৮৭২)।
আরও পড়ুন ময়ঙ্কের ডাবল সেঞ্চুরিতে যে ৫টি রেকর্ড ভাঙল ইন্দোরে
অলরাউন্ডারদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে রবীন্দ্র জাদেজার। চার ধাপ উঠে ব্যাটসম্যানদের তালিকায় ৩৫ নম্বরে রয়েছেন জাদেজা। বোলারদের মধ্যে শামি ছাড়াও জাতীয় দলের বাকি দলের দুই অস্ত্র ইশান্ত শর্মা ও উমেশ যাদব ক্রমতালিকায় এগিয়েছেন। ইশান্ত ও উমেশ রয়েছেন যথাক্রমে ২০ ও ২২ নম্বর স্থানে। রবিচন্দ্রন অশ্বিন বোলারদের তালিকায় প্রথম দশে থাকলেও অলরাউন্ডার হিসেবে একধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গিয়েছেন।
এদিকে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে ৩০০ পয়েন্ট অর্জন করে ফেলল ভারত। এখনও পর্যন্ত কোনও পয়েন্ট হারায়নি ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পরে ছয়টি টেস্টেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। হোম ও অ্যাওয়ে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্টেই জয় পেয়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেই জয়লাভ করেছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা দুই দল ২০২১-এ ইংল্যান্ডে ফাইনালে মুখোমুখি হবে। সেখানে জিতলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা পাবে সেই দল।
Read the full story in ENGLISH