India vs England: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি সিরিজের পঞ্চম ম্য়াচে ইংল্যান্ড আপাতত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। আর ৩৫ রান করলেই তারা এই ম্য়াচে জয়লাভ করবে। আর সেইসঙ্গে সিরিজও ৩-১ ব্যবধানে পকেটে পুরে নেবে। আশা করা হয়েছিল, চতুর্থ দিনই এই ম্য়াচের ফলাফল নির্ধারিত হয়ে যাবে। কিন্তু, ঝিরঝিরে বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে এই ম্য়াচ নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দিতে হয়। তবে রবিবার (৩ অগাস্ট) একটি ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। যখন হ্যারি ব্রুকের ক্যাচ মিস করলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
IND vs ENG: ৭০ বছরের রেকর্ড ভাঙল ভারত-ইংল্যান্ড! এক টেস্ট সিরিজে সেঞ্চুরির বন্যা, ইতিহাস টিম ইন্ডিয়ার
ইংল্যান্ড ইনিংসের ৩৫ ওভারে সিরাজ যখন ক্যাচটা মিস করলেন, সেইসময় ব্রুক ১৯ রানে ব্যাট করছিলেন। ভারতীয় সমর্থকরা মনে করছেন, ওই জায়গায় সিরাজ যদি ক্যাচটা ধরতে পারতেন, তাহলে এই ম্য়াচে হয়ত টিম ইন্ডিয়া জিততে পারত। কারণ এরপর ব্রুক শতরান করে মাঠ ছেড়েছেন। তবে অনেকে আবার বলছেন, ব্যাপারটাকে এত বড় করে দেখার কিছু নেই। ইংল্যান্ডের ক্রিকেটাররাও এই ম্য়াচে একাধিক ক্যাচ মিস করেছেন। খেলায় এটা হতেই পারে।
Siraj Catch Miss Incident: সিরাজ তো নিমিত্ত! ক্রিকেট ইতিহাসে ৪ স্মরণীয় ক্যাচ মিসের ঘটনা জানেন?
বিতর্কিত মন্তব্য নাসেরের
ইতিমধ্যে ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর কথায়, গোটা সিরিজ জুড়ে সিরাজ একাধিক ভাল পারফরম্য়ান্স করেছেন। কিন্তু, সেগুলো মানুষ মনে রাখবে না। ওই যে ক্যাচটা ও মিস করেছে, সেটাকেই সবাই মনে রাখবে। প্রসঙ্গত, সিরাজ এই সহজ ক্যাচটা হেসেখেলেই তালুবন্দি করেছিলেন। কিন্তু, তাঁর ঠিক পিছনেই যে বাউন্ডারি কুশন রয়েছে, সেটা খেয়াল করেননি। আর খেয়াল করেননি বলেই তিনি ২ কদম পিছিয়ে গিয়েছিলেন। সিরাজের পা বাউন্ডারি লাইনে ঠেকে যায়। আর সেইসঙ্গে ব্রুকের খাতায় যোগ হয় ৬ রান।
Mohammed Siraj Catch Miss: কপালে জুটল 'গদ্দার' তকমা! সত্যিই কি ক্ষমার অযোগ্য ভুল করলেন সিরাজ?
স্কাই স্পোর্টসকে একটি ইন্টারভিউ দিতে গিয়ে নাসির বললেন, 'এই সিরিজে সিরাজ যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। সর্বাধিক উইকেট শিকার করেছে। প্রত্যেকটা ম্য়াচে নিজের সর্বস্ব উজাড় করে পারফরম্য়ান্স করেছে। কিন্তু, দূর্ভাগ্যের বিষয় হল এই যে সেগুলো কেউ আর মনে রাখবে না। যে ক্যাচটা ও ধরতে পারেনি, সেটাই সকলের মনে দাগ কেটে যাবে।'
Mohammed Siraj Record: ইংল্যান্ডের বিরুদ্ধে 'ইতিহাস' সিরাজ, বুমরাহের পর গড়লেন মহা রেকর্ড!
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এটা একটা খেলা। তবে আমার মনে হয়, এটাই গোটা ম্য়াচের রং বদলে দিতে পারে। ওখানে যদি ব্রুক আউট হয়ে যেত, তাহলে ইংল্যান্ড যথেষ্ট চাপে পড়ত। সিরাজের কি আর কিছু বাকি আছে?' সবমিলিয়ে একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে যে ব্যাপক জলঘোলা হচ্ছে, তা বলাই বাহুল্য।