Mohsin Naqvi Pakistan Controversy: বেকায়দায় পড়লেন মহসিন নকভি, ঘুম উড়ল পাকিস্তানের

Mohsin Naqvi Controversy: স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যদি ২০২৫ এশিয়া কাপের ট্রফি দ্রুত ভারতের হাতে না তুলে দেওয়া হয়, তাহলে আইসিসি-র কাছে তারা এই বিষয়ে অভিযোগ জানাবে।

Mohsin Naqvi Controversy: স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যদি ২০২৫ এশিয়া কাপের ট্রফি দ্রুত ভারতের হাতে না তুলে দেওয়া হয়, তাহলে আইসিসি-র কাছে তারা এই বিষয়ে অভিযোগ জানাবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohsin Naqvi

মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার টিম ইন্ডিয়ার

Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপ খেতাব জয় করেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তারপর থেকে প্রায় ১ মাস কেটে গিয়েছে। কিন্তু, এখনও এই টুর্নামেন্টের ট্রফি হাতে পায়নি ভারতীয় ক্রিকেট দল। আপনাদের হয়ত মনেও আছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ান মহসিন নকভি (Mohsin Naqvi) এই ট্রফিটা টিম ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার পরিবর্তে নিজেই নিয়ে পালিয়ে গিয়েছিলেন। এমন একটি ঘটনার প্রতিবাদে বিসিসিআই (BCCI) এবার কঠিন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের তরফ থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে একটি চিঠি লেখা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ভারতের হাতে যেন এই ট্রফি তুলে দেওয়া হয়।

Advertisment

Mohsin Naqvi Controversy: BCCI-এর কাছে ক্ষমা চেয়েছেন মহসিন নকভি? এশিয়া কাপের ট্রফি প্রত্যাবর্তন নিয়ে বড় আপডেট

এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে কড়া ভাষায় সতর্ক করল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্য়ান মহসিন নকভিকে একটি চিঠি লেখা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যদি ২০২৫ এশিয়া কাপের ট্রফি দ্রুত ভারতের হাতে না তুলে দেওয়া হয়, তাহলে আইসিসি-র কাছে তারা এই বিষয়ে অভিযোগ জানাবে। ইন্ডিয়া টুডে-র সঙ্গে কথা বলতে গিয়ে বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বললেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়ে ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে আমরা একটা চিঠি লিখেছি। আপাতত প্রত্যুত্তরের অপেক্ষা করছি। যদি এই বিষয়ে কোনও জবাব না আসে, এমনকী যদি কোনও নেতিবাচক জবাব দেওয়া হয়, তাহলে বিষয়টা নিয়ে আমরা আরও উচ্চস্তরে যাব। আইসিসি-র কাছে অভিযোগ জানাব। নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই আমরা এই ঘটনার তদন্ত করব। শেষ দেখে ছাড়ব।'

Advertisment

Mohsin Naqvi Trophy Controversy: ভারতের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক, লজ্জার একশেষ! এবার ইস্তফার পথে মহসিন নকভি?

একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছিল ২০২৫ এশিয়া কাপ

যদি ২০২৫ এশিয়া কাপের কথা বলতে হয়, তাহলে এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল মোট ৩ বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই তিনটে ম্য়াচেই পাকিস্তান লজ্জার হার স্বীকার করে নেয়। টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। এরপর নকভি নিজেই ট্রফি নিয়ে পালিয়ে যান। এরপর একটি ইভেন্ট চলাকালীন তিনি বলেছিলেন, ভারতীয় ক্রিকেটাররা তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করেছিল। সেইসময় মঞ্চে দাঁড়িয়ে তাঁর নিজেকে কার্টুন বলে মনে হচ্ছিল।

BCCI Indian Cricket Team Mohsin Naqvi Asia Cup 2025