/indian-express-bangla/media/media_files/2025/05/10/aUI8laQl53SPM7pD3cX7.jpg)
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি
Mohsin Naqvi: ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) টুর্নামেন্ট শেষ হওয়ার পর ২ দিন কেটে গিয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত বিতর্ক থামার কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। আসলে, ২০২৫ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে (India vs Pakistan) ৫ উইকেটে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া। আর সেইসঙ্গে তারা এই টুর্নামেন্টেও জয়লাভ করে। কিন্তু, এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া হাতে ট্রফি হাতে পায়নি। কারণ টিম ইন্ডিয়া সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল তথা পাকিস্তান ক্রিকেটের বোর্ড সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করবে না। এরপর মহসিন নকভিও এশিয়া কাপের ট্রফি এবং ভারতীয় ক্রিকেটারদের পদক নিয়ে হোটেলে পালিয়ে যান। নকভির এই ন্যক্কারজনক আচরণের তীব্র বিরোধিতা করেছে বিসিসিআই (BCCI)। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে ক্ষমা চাইতে হয়েছে পিসিবি সভাপতিকে।
IND vs PAK Asia Cup Final: পাকিস্তানকে নিয়ে কুলদীপের জীবনে ভয়ঙ্কর সত্যি, ফাঁস করলেন ছোটবেলার কোচ!
ক্ষমা চেয়েছেন মহসিন নকভি
সম্প্রতি দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি বৈঠক আয়োজন করা হয়। সেখানে BCCI-এর পক্ষ থেকে মহসিন নকভির বিরুদ্ধে একাধিক প্রশ্ন তোলা হয়। জানা গিয়েছে, শেষপর্যন্ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে ক্ষমা চাইতে হয়েছে নকভিকে। তিনি জানিয়েছেন, 'যেটা হয়েছে, তা একেবারেই ভুল হয়েছে। এমনটা হওয়ার দরকার ছিল না।'
Asia Cup Trophy Controversy: ভয়ঙ্কর খেলা শুরু করেছে পাকিস্তান, এই শর্তেই ট্রফি ফেরত দেবে ভারতকে!
অন্যদিকে, ২০২৫ এশিয়া কাপের ট্রফি ফেরত দেওয়ার ব্য়াপারে নকভি বললেন, দুবাইয়ে অবস্থিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতর থেকে সূর্যকুমার যাদবকে ট্রফি সংগ্রহ করে নিয়ে যেতে হবে।
নকভির হাত থেকে এশিয়া কাপের ট্রফি সংগ্রহ করতে অস্বীকার করেছিল টিম ইন্ডিয়া
২০২৫ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে পরাস্ত করে টিম ইন্ডিয়া। তবে ফাইনাল ম্য়াচ শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট দল স্পষ্ট জানিয়ে দিয়েছিল, তারা জয়লাভ করলে মহসিন নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করবে না। এরপর মহসিন নকভি ট্রফি নিয়ে পোডিয়ামে আসেন। কিন্তু, তাঁর হাত থেকে ট্রফি সংগ্রহ করার জন্য টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা যায়নি। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে নকভি ট্রফি এবং পদক নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন।
এমন সিদ্ধান্তের কারণে নকভিকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে। ট্রফি না পাওয়ার কারণে টিম ইন্ডিয়া খালি হাতেই পোডিয়ামে দাঁড়িয়ে সেলিব্রেশন করে। যদিও টিম ইন্ডিয়া কীভাবে ট্রফি পাবে, সেই ছবিটা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। কারণ, নকভি নিজের সিদ্ধান্তেই অনড় রয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us