Mohsin Naqvi Trophy Controversy: ভারতের বিরুদ্ধে হারের হ্যাটট্রিক, লজ্জার একশেষ! এবার ইস্তফার পথে মহসিন নকভি?

Mohsin Naqvi Controversy: ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির হাত থেকে তারা ট্রফি গ্রহণ করবে না। এরপর টিম ইন্ডিয়ার প্রাপ্য ট্রফি এবং পদক নিয়ে পালিয়ে যান মহসিন নকভি।

Mohsin Naqvi Controversy: ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির হাত থেকে তারা ট্রফি গ্রহণ করবে না। এরপর টিম ইন্ডিয়ার প্রাপ্য ট্রফি এবং পদক নিয়ে পালিয়ে যান মহসিন নকভি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohsin Naqvi (1)

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভি

Mohsin Naqvi: শেষ হয়েছে ২০২৫ এশিয়া কাপ টুর্নামেন্ট (Asia Cup 2025)। এবারের এশিয়া কাপ যে যথেষ্টই বিতর্কিত ছিল, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। গত ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়। এই ম্য়াটে টিম ইন্ডিয়া ৫ উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে। টুর্নামেন্ট জিতলেও টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত হাতে ট্রফি পায়নি। 

Advertisment

IND vs PAK Asia Cup Final: পাকিস্তানকে নিয়ে কুলদীপের জীবনে ভয়ঙ্কর সত্যি, ফাঁস করলেন ছোটবেলার কোচ!

আসলে, ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভির হাত থেকে তারা ট্রফি গ্রহণ করবে না। এরপর টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রাপ্য ট্রফি এবং পদক নিয়ে পালিয়ে যান মহসিন নকভি। ইতিমধ্যে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে এই ব্যাপারে আপত্তি তুলেছে বিসিসিআই। তবে এবার আরও বড় সমস্য়ায় পড়লেন মহসিন নকভি। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক দাবি তুলেছেন, নকভি যেন যে কোনও একটা পদ ছেড়ে দেন। হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের, নয়তো কেন্দ্রীয় মন্ত্রকের। 

Advertisment

IND vs PAK Asia Cup Final: ট্রফি নিয়ে পালিয়েছে পাকিস্তান? মারাত্মক অভিযোগ সূর্যকুমার যাদবের

দাবি তুললেন শাহিদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) স্পষ্ট জানালেন, 'নকভি সাহেবের কাছে আমার একটাই অনুরোধ। এটাকে পরামর্শও বলতে পারেন। উনি দুটো গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন। এই কাজে যথেষ্ট সময় লাগে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাজে বিস্তর ফারাক রয়েছে। সেকারণে এই দুটোকে আলাদা রাখাই ভাল। এটা একটা বড় সিদ্ধান্ত হতে পারে। আর যতটা দ্রুত সম্ভব গ্রহণ করা উচিত। পাকিস্তান ক্রিকেটকে আলাদা করে নজর দেওয়ার সময় এসে গিয়েছে। কিন্তু, নকভি সম্পূর্ণভাবে পরামর্শদাতাদের উপর নির্ভর করেন।'

IND vs PAK: সূর্যের এই ৩ সিদ্ধান্তেই 'খেল-খতম'? ভারতের সামনে ল্যাজ গোটাল পাকিস্তান

ক্রিকেটের কোনও জ্ঞানই নেই নকভির

সেইসঙ্গে শাহিদ আফ্রিদি আরও যোগ করেছেন, 'নকভি সাহেব নিজেই স্বীকার করেছেন, ক্রিকেটের ব্যাপারে উনি খুব বেশি কিছু জানেন না। এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত একজন ভাল পরামর্শদাতাকে নিয়োগ করা। নকভি কিংবা ওঁর পরামর্শদাতারা PCB-র কোনও উন্নতিই করতে পারছেন না।'

Asia Cup Final IND vs PAK: 'ওরা জিতলে, সেটাই অঘটন হত...', পাকিস্তানকে ধুয়ে দিলেন বাংলার তারকা ক্রিকেটার

ACC-র বৈঠকে চূড়ান্ত অপমানিত নকভি

২০২৫ এশিয়া কাপ ট্রফি টিম ইন্ডিয়াকে ফিরিয়ে দেওয়ার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে বিস্তর ঝামেলা হয়। এই বৈঠকে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা দাবি করেন, মহসিন নকভির উচিত এই ট্রফি এবং পদকগুলো ভারতের হাতে ফিরিয়ে দেওয়া। কিন্তু, এই প্রস্তাবে একবারও রাজি হননি মহসিন নকভি। জানা গিয়েছে, আগামী নভেম্বর মাসে আইসিসি-র সঙ্গে বৈঠকে বসবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেখানেই মহসিন নকভির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।

Shahid Afridi Indian Cricket Team Asia Cup 2025 Mohsin Naqvi