Mohun Bagan Super Giant: চলতি কলকাতা ফুটবল লিগের (CFL 2025-26) শুরুটা একেবারেই ভাল করতে পারল না মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার (৩০ জুন) পুলিশ এসি'র বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড ০-১ গোলে পরাস্ত হল। ম্য়াচের একমাত্র গোলটি করেছেন শেখ সাহিল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইস্টবেঙ্গল যেখানে ৭-১ গোলে জয়লাভ করে কলকাতা ফুটবল লিগের অভিযান শুরু করেছে। সেখানে বাগান ব্রিগেডের এই পরাজয় কার্যত মেনে নিতে পারছেন না সবুজ-মেরুন সমর্থকরা।
শেখ সাহিলের গোলে জয় পুলিশের
ম্যাচ শুরুর আগে বাগান সমর্থকরা আশা করেছিলেন, পুলিশের ব্যারিকেড হয়ত ভাঙতে পারবে মোহনবাগান। প্রতিশোধের ম্য়াচে জয়লাভ করবে। কিন্তু, সেই 'বদলা' নিতে পারলেন না ডেগি কার্ডোজোর দল। প্রথমার্ধের একেবারে শেষবেলায় (৪৫+৩ মিনিট) এই ম্য়াচের ফলাফল কার্যত লিখে দিলেন শেখ সাহিল। খেলার গতির বিরুদ্ধে গিয়ে একটি ফ্রি-কিক আদায় করে নিয়েছিল পুলিশ অ্যাথলেটিক ক্লাব। রেফারি ফ্রি-কিকের নির্দেশ দেন। আর এই এক শটেই সাহিল বাজিমাত করে দেন।
East Bengal vs Mohun Bagan: ISL নিয়ে বড় খবর, চরম হতাশ মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকরা
তবে একটা কথা স্বীকার করতেই হবে যে এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট একাধিক গোলের সুযোগ মিস করে। ২৪ মিনিটে সালাউদ্দিনের বাঁ-পায়ের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৮ মিনিটেও সুযোগ এসেছিল মোহনবাগানের কাছে। কিন্তু, গোলের দরজা তারা খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধেও মোটামুটি ব্যর্থতার একই ছবি দেখতে পাওয়া গেল। তবে এক্ষেত্রে বাগান গোলকিপার দীপ্রভাত ঘোষের কথা উল্লেখ করতেই হবে। ৭১ মিনিটে যেভাবে তিনি মোহনবাগানের তেকাঠির সামনে দূর্ভ্যেদ্য প্রাচীর হয়ে দাঁড়ালেন, তা সত্যিই প্রশংসনীয়। নাহলে মেরিনার্সদের লজ্জা আরও বাড়ত, তা বলা যেতেই পারে।
Mohun Bagan Super Giant: পুলিশের ব্যারিকেড ভাঙতে মরিয়া মোহনবাগান, চড়ছে উত্তেজনার পারদ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মরশুমে এই পুলিশের কাছে ৩-২ গোলে পরাস্ত হয়েছিল মোহনবাগান। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। যদিও বাগান কোচ ডেগি কার্ডোজো আগেই এমন ফলাফলের আশঙ্কা করেছিলেন। কারণ তাঁর দল অনুশীলনের জন্য মাত্র ২ সপ্তাহ সময় পেয়েছিল। জুনিয়র ফুটবলারদের মধ্যে সেভাবে কোনও বোঝাপড়াই গড়ে ওঠেনি। আগামী ৭ জুলাই পরবর্তী ম্য়াচ খেলতে নামবে মোহনবাগান। প্রতিপক্ষ রেলওয়ে। এই ম্য়াচে মেরিনার্সরা জয়ের সরণীতে ফিরতে পারে কি না, সেটাই আপাতত দেখার।