Mohun Bagan Super Giant: পুলিশের ব্যারিকেড ভাঙতে মরিয়া মোহনবাগান, চড়ছে উত্তেজনার পারদ

Mohun Bagan CFL 2025: সোমবার ২০২৫ কলকাতা ফুটবল লিগে অভিযান শুরু করছে মোহনবাগান। পুলিশ এসি-র বিরুদ্ধে নৈহাটি স্টেডিয়ামে খেলতে নামবে। উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে।

Mohun Bagan CFL 2025: সোমবার ২০২৫ কলকাতা ফুটবল লিগে অভিযান শুরু করছে মোহনবাগান। পুলিশ এসি-র বিরুদ্ধে নৈহাটি স্টেডিয়ামে খেলতে নামবে। উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan Super Giant Fans

হতাশ হয়ে পড়েছেন মোহনবাগান সমর্থকরা

Mohun Bagan Super Giant: কেটে গিয়েছে দীর্ঘ ৭ বছর। মোহনবাগানের ঝুলিতে আসেনি ঘরোয়া কোনও খেতাব। আর এই ব্যর্থতা মাথায় নিয়েই ২০২৫ কলকাতা ফুটবল লিগ (CFL 2025-26) অভিযান শুরু করছে সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার (৩০ জুন) নৈহাটি স্টেডিয়ামে পুলিশ এসি-র বিরুদ্ধে খেলতে নামছে ডেগি কার্ডোজোর দল।

Advertisment

Mohun Bagan Super Giant: কথা দিয়েও কেন মোহনবাগানে আসছেন না এই ফুটবল তারকা? ফাঁস হল আসল কারণ

জুনিয়র দলকে খেলাতে নামাচ্ছে মোহনবাগান

মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগেই জানিয়ে দিয়েছিল যে এই টুর্নামেন্টে তারা জুনিয়র দলই নামাবে। সেই পরিকল্পনা অনুসারেই তারা আপাতত এগিয়ে চলেছে। এই টুর্নামেন্টে সবুজ-মেরুন ব্রিগেডকে নেতৃত্ব দেবেন সন্দীপ মালিক। সহ অধিনায়কের ভূমিকায় রয়েছেন সালাউদ্দিন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মরশুমে ২-৩ ব্যবধানে পুলিশের হাতে ধরা পড়েছিল মেরিনার্সরা। এবার সেই প্রতিশোধ তারা নিতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

Advertisment

Mohun Bagan Super Giant: মোহনবাগান কি সত্যিই ডুরান্ডে খেলবে না? মুখ খুললেন শিলটন

চলতি CFL অভিযান শুরু করার আগে মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো জানিয়েছেন, পুলিশের বিরুদ্ধে পারফরম্য়ান্স করাটা বরাবরই বেশ কঠিন হয়। তার উপর তো এবার মাত্র ২ সপ্তাহই প্রস্তুতির জন্য সুযোগ পাওয়া গিয়েছে। অন্যদিকে, এই দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলারও যোগ দিয়েছেন। তবে আমরা আপাতত এইসব ব্যাপার নিয়ে ভাবছি না। গত মরশুমের ফলাফল আমাদের কাছে অতীত। এই ম্য়াচে আমরা ৩ পয়েন্টের জন্যই ঝাঁপাব।

East Bengal vs Mohun Bagan: ISL নিয়ে বড় খবর, চরম হতাশ মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকরা

সোমবারের ম্য়াচ নিয়ে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যেও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আশা করা হচ্ছে, এই ম্য়াচে মোহনবাগান শিবির ৬ ভূমিপুত্রকে খেলতে নামাবে। দেখা যেতে পারে দীপ্রভাত ঘোষ, মার্শাল কিস্কু, পাসাং দর্জি তামাং, মিংমা শেরপা এবং সন্দীপ। আশা করা হচ্ছে, কোচ ডেগি ৪-৪-২ ফরমেশনেই দলকে খেলাতে নামাবে। লক্ষ্য একটাই। উইং থেকে আক্রমণ তুলে স্ট্রাইকারের কাছে বল পৌঁছে দেওয়া। এই লক্ষ্যে সবুজ-মেরুন ফুটবলাররা কতটা সফল হতে পারে, সেটাই আপাতত দেখার।

Mohun Bagan Super Giant CFL 2025-26