/indian-express-bangla/media/media_files/2025/06/07/3jE3wqSPJRICoteAVn5V.jpg)
আসন্ন মোহনবাগান নির্বাচন
Mohun Bagan Club Election 2025: সময় যত এগিয়ে আসছে, মোহনবাগান নির্বাচন নিয়ে সমর্থকদের মধ্যে উত্তাপ ততই বাড়তে শুরু করছে। তবে বিগত কয়েকদিনের ছবিটা যদি লক্ষ্য করা যায়, তাহলেই দেখতে পাওয়া যাবে যে নির্বাচনী প্রচারের ঝাঁঝ আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে নির্বাচনের দুই শিবির নাকি আপাতত সমঝোতার পথে হাঁটতে চলেছে! সত্যিই কী তাই? নির্বাচনের আগেই দুই শিবিরের বরফ গলে জল হয়ে যাবে? এই ব্যাপারে মুখ খুললেন বাগান সচিব দেবাশিস দত্ত (Debasish Dutta Statement)।
গত শুক্রবার (৬ জুন) একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন দেবাশিস দত্ত। সেখানেই সাংবাদিকরা তাঁকে এই 'সমঝোতা'-র প্রসঙ্গে প্রশ্ন করেন। জবাবে বাগান সচিব স্পষ্ট জানিয়ে দেন যে ক্লাবের ভাল'র জন্য যা করা দরকার, তিনি সেটাই করবেন। দেবাশিস বললেন, 'মোহনবাগানের মতো একটা ক্লাবের নির্বাচনকে যে জায়গায় নামানো হচ্ছে, দয়া করে সেটা করবেন না। মোহনবাগানের ভাল'র জন্য যেটা করতে হয়, আমি সেটাই করব। তাতে দলের যদি ভাল হয়, মোহনবাগান যদি জেতে, তাহলে আমি সেই পথেই হাঁটব।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'মোহনবাগান যেমন টিম তৈরি করে, এই নির্বাচন থেকেও তেমনই সেরা দল উঠে আসা উচিত। যারা আগামী ৩ বছর এই ক্লাবটার উন্নতি করতে পারবে।'
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃঞ্জয় বসুর ভাই সৌমিক বসুও। তাঁকেই এই একই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। জবাবে সৌমিক বললেন, 'সমঝোতা হচ্ছে, সেটা আমি বলব না। আবার হওয়ার যে কোনও সম্ভাবনা রয়েছে, তেমনটাও আমি বলতে চাই না। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কথাবার্তা এবং ইস্যু তৈরি হচ্ছে, সেটা একেবারেই কাম্য নয়। মোহনবাগান ক্লাবের সম্মানটা সবার আগে থাকা দরকার। সেই কথাটা মাথায় রেখেই আমি প্রস্তাব দিয়েছিলাম যে দু'পক্ষ যদি বসে ব্যাপারটা মিটিয়ে নিতে পারে, তাহলে অন্তত নোংরামিটা আটকানো যেতে পারে। সমঝোতা হোক, আমি অবশ্যই চাই। কিন্তু, শেষপর্যন্ত তা হবে কি না, সেটা আমি বলতে পারব না।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মোহনবাগান ক্লাবে নির্বাচনের তারিখ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্য়েই জমা পড়তে শুরু করেছে মনোনয়ন পত্র। আগামী ৯ জুন পর্যন্ত চলবে এই মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বাগান চত্বরে উত্তেজনার আঁচ যে গনগনে হতে শুরু করেছে, তা বলাই বাহুল্য।