Mohun Bagan Super Giant: আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে সবুজ-মেরুন ব্রিগেডে সাজো-সাজো রব শুরু হয়ে গিয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। অধিকাংশ বাগান সমর্থকই এই অনুষ্ঠান লাইভ দেখতে চান। কিন্তু, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে গেলে আপনাকে প্রবেশমূল্য দিতে হবে। কত ধার্য্য করা হয়েছে সেই টিকিটের দাম? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস উপলক্ষ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের জন্য সাধারণ সমর্থকদের জন্য নির্দিষ্ট মূল্যের টিকিট ধার্য্য করা হয়েছে। ২৫ থেকে ২৮ জুলাই এই টিকিট বিক্রি করা হবে। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব অফিসে বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই টিকিট বিক্রি করা হচ্ছে। এবার আসল কথায় আসা যাক! টিকিটের দাম কত?
Mohun Bagan Super Giant: কলকাতায় তো চলে এলেন অভিষেক, ডুরান্ডেই নামবেন সবুজ-মেরুন জার্সিতে?
বিনামূল্যে টিকিট!
প্রথমেই মোহনবাগান ক্লাবের মেম্বারদের নিয়ে আলোচনা করা যাক। ২০২৪-২৫ মরশুমে যে সমর্থকরা কার্ড পুনর্নবীকরণ (রিনিউ) করিয়েছেন, তাঁদের একটি করে টিকিট বিনামূল্যে দেওয়া হবে। সেক্ষেত্রে অবশ্য উপযুক্ত প্রমাণপত্র দেখাতে হবে। এর পাশাপাশি মেম্বাররা আরও তিনটে করে অতিরিক্ত টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে প্রতি টিকিটের দাম পড়বে ৫০ টাকা করে। এছাড়া যদি খাবারের কুপন কাটতে চান, তাহলে ২০০ টাকা জনপ্রতি দিতে হবে।
Mohun Bagan Super Giant: মোহনবাগানে যোগ দিলেন তারকা ফুটবলার, আনন্দে আত্মহারা সবুজ-মেরুন সমর্থকরা
সাধারণ সমর্থকদের জন্য় টিকিটের দাম কত?
এবার সাধারণ সমর্থকদের কথায় আসা যাক। প্রত্যেক সবুজ-মেরুন সমর্থক পাঁচটি করে টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে প্রতি টিকিটের দাম পড়বে ৫০ টাকা করে। এছাড়া খাবারের কুপন যদি কাটতে চান তাহলে আরও ৫০০ টাকা করে আপনাকে দিতে হবে। ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সমর্থকরা যেন নির্দিষ্ট সময়ের মধ্য়ে তাঁদের টিকিট সংগ্রহ করে নেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মোহনবাগান দিবসের এই বিশেষ অনুষ্ঠানে সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ লাইভ পারফরম্যান্স করবেন। এছাড়াও গান গাইবেন ইমন চক্রবর্তী। এর পাশাপাশি রয়েছে ক্লাবের পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুকে 'মোহনবাগান রত্ন' সম্মানে ভূষিত করা হবে।