/indian-express-bangla/media/media_files/2025/07/29/mohun-bagan-day-2025-2025-07-29-01-49-50.jpg)
মোহনবাগান দিবস উপলক্ষ্যে বিশেষ পরিবহন ব্যবস্থা
Mohun Bagan: সবুজ-মেরুন সমর্থকদের জন্য আজকের দিনটা খুবই স্পেশাল। আজ ২৯ জুলাই। গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে মোহনবাগান দিবস। মঙ্গলবার সকাল থেকে ক্লাব তাঁবুতে একাধিক কর্মসূচি পালন করা হবে। তবে বিকেল পাঁচটা থেকে রয়েছে একটি বিশেষ অনুষ্ঠান। মোহনবাগান রত্ন তুলে দেওয়া হবে ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুর হাতে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
ইতিমধ্যে এই অনুষ্ঠানের টিকিট সবুজ-মেরুন সমর্থকরা সংগ্রহ করেছেন। তবে এখনও কিছু সমর্থক এই আশঙ্কায় রয়েছেন রাতের বেলা হয়ত বাড়ি ফিরতে কিছুটা হলেও সমস্যা হতে পারে। এই ব্যাপারটাও ক্লাবের পক্ষ থেকে খতিয়ে দেখা হয়েছে। আর সেকারণে বাড়ি ফেরার জন্য বিশেষ ব্যবস্থাও গ্রহণ করেছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
Mohun Bagan vs East Bengal: রেয়াত নয় ইস্টবেঙ্গলকে, 'ডার্বি ইজ ডার্বি' হুঙ্কার দীপেন্দুর
সোমবার (২৮ জুলাই) রাতে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ২৯ জুলাই অনুষ্ঠানের জন্য বিশেষ পরিবহনের আয়োজন করা হয়েছে। প্রথম কথা তো, বাগান সমর্থকদের জন্য লঞ্চে যাতায়াতের সময় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, রাত ১০টা পর্যন্ত ফেরি পরিষেবা পাওয়া যাবে।
Notice! pic.twitter.com/18aHSe5DMe
— Mohun Bagan (@Mohun_Bagan) July 28, 2025
অন্যদিকে, আয়োজন করা হয়েছে বিশেষ বাস পরিষেবাও। অনুষ্ঠানের শেষে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার (হাওড়া, শিয়ালদহ এবং শ্যামবাজার) জন্য অতিরিক্ত বাস দাঁড়িয়ে থাকবে। এই বাসে চেপেও আপনারা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি,এছাড়া সকাল সাড়ে আটটা থেকে অমর একাদশ ব়্যালি আয়োজন করা হবে। এই যাত্রা মোহনবাগান লেন থেকে শুরু হবে। তারপর একে একে বিধানসরণী, আমহার্স্ট স্ট্রিট, বৌ-বাজার, নির্মল চন্দ্র সেন স্ট্রিট, ওয়েলিংটন মোড়, এসএন ব্যানার্জি রোড এবং ধর্মতলা হয়ে আবারও মোহনবাগান ক্লাবে ফিরে আসবে। এরপর বিকেল পাঁচটা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। শুরুতেই সৌরেন্দ্র এবং সৌম্যজিতের একটি মিউজিক্যাল পারফরম্য়ান্স রয়েছে। এরপর গান গাইবেন বাংলার স্বনামধন্য সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। মোহনবাগান রত্নর পাশাপাশি আরও বেশ কয়েকটি পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামাদের হাতে তুলে দেওয়া হবে। সবমিলিয়ে অনুষ্ঠান যে জমজমাট হবে, তা আশা করা যেতেই পারে।