Mohun Bagan vs East Bengal: রেয়াত নয় ইস্টবেঙ্গলকে, 'ডার্বি ইজ ডার্বি' হুঙ্কার দীপেন্দুর

Mohun Bagan vs East Bengal 2025: শনিবার (২৫ জুলাই) বাঙালির ঐতিহ্যের লড়াই। কলকাতা ময়দানে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে এই ম্য়াচ।

Mohun Bagan vs East Bengal 2025: শনিবার (২৫ জুলাই) বাঙালির ঐতিহ্যের লড়াই। কলকাতা ময়দানে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে এই ম্য়াচ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dippendu Biswas

ডার্বি ম্য়াচে জয়ের ব্যাপারে আশাবাদী দীপেন্দু

Kolkata Derby Latest News: শনিবার (২৫ জুলাই) বাঙালির ঐতিহ্যের লড়াই। কলকাতা ময়দানে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। মোহনবাগান (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল (East Bengal FC)। কল্যাণী স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হবে এই ম্য়াচ। তার থেকেও বড় কথা, এটা মরশুমের প্রথম ডার্বি ম্য়াচ। সেকারণে দুটো শিবিরই আপাতত উত্তেজনার গনগনে আঁচে ফুটছে। যদিও ম্য়াচের আগে মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dippendu Biswas) জানিয়ে দিলেন, ডার্বি ম্য়াচের জন্য আলাদা করে কোনও চাপ তিনি অনুভব করছেন না। 

Advertisment

Mohun Bagan Super Giant: মোহনবাগান দিবসের অনুষ্ঠান লাইভ দেখতে চান? জেনে নিন টিকিটের দাম

ম্য়াচের আগে এক্সট্রা টাইম বাংলাকে দেওয়া একটি ইন্টারভিউয়ে দীপেন্দু বললেন, 'আমি এই ম্য়াচের আগে যথেষ্ট ভাল অনুশীলন করেছি। পাশাপাশি এই ডার্বি ম্য়াচে নামার জন্য রিজার্ভ দলের ফুটবলাররাও আপাতত মুখিয়ে রয়েছে। এই ডার্বি ম্য়াচের গুরুত্ব যে কতখানি, আশা করছি সেটা ওরা এবার খুব ভাল করে বুঝতে পারবে। আমরা ওদের বোঝানোর চেষ্টা করছি। এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্য়াচ। আশা করছি, এই ম্য়াচে জয়লাভ করে তিন পয়েন্ট আমরা সংগ্রহ করতে পারব।'

Advertisment

Mohun Bagan Super Giant: মোহনবাগানে যোগ দিলেন তারকা ফুটবলার, আনন্দে আত্মহারা সবুজ-মেরুন সমর্থকরা

দীপেন্দুকে প্রশ্ন করা হয়েছিল, চলতি কলকাতা ফুটবল লিগে ইতিপূর্বে কোনও ম্য়াচ না খেলে সরাসরি ডার্বিতে নামা কি কিছুটা হলেও চাপ বাড়াবে? জবাবে সবুজ-মেরুন ব্রিগেডের এই তারকা ফুটবলার জানালেন, 'সেটা কোনও ব্যাপারই নয়। একজন পেশাদার ফুটবলারের কাছে এটা একটা সাধারণ ব্যাপার। আশা করছি, এই ম্য়াচে ভাল পারফরম্যান্স করতে পারব।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'বাড়তি চাপ বলে কিছুই নেই। আমাদের কোচ যেভাবে অনুশীলন করাচ্ছে, সেটাই মেনে চলার চেষ্টা করছি। দলের বাকিদের মোটিভেট করছি।'

Mohun Bagan Super Giant: কলকাতায় তো চলে এলেন অভিষেক, ডুরান্ডেই নামবেন সবুজ-মেরুন জার্সিতে?

পিছিয়ে যায় ডার্বি আয়োজনের তারিখ

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ১৯ জুলাই কলকাতা ফুটবল লিগের এই ডার্বি ম্য়াচটা আয়োজন করার কথা ছিল। কিন্তু, কল্যাণী স্টেডিয়ামে পরিকাঠামোগত সমস্যার কারণে ম্য়াচের তারিখ পিছিয়ে দেওয়া হয়। যদিও বৃষ্টির চোখরাঙানি শনিবারও এই ম্য়াচে বাধা সৃষ্টি করতে পারে। তবে এইসব ব্যাপারে মাথা ঘামাতে একেবারেই রাজি নন দীপেন্দু। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পরিস্থিতি যেমনই হোক না কেন মাঠে নিজেদের সেরাটা উজার করে দিতে হবে।

Mohun Bagan Super Giant: বিদেশি ছাড়াই মাঠে নামছে মোহনবাগান? ডুরান্ড কাপ ঘিরে বড় সিদ্ধান্ত সবুজ-মেরুনের

সবশেষে বাগান সমর্থকদের উদ্দেশ্যে দীপেন্দু বললেন, 'যেভাবে প্রতিটা ম্য়াচে মাঠে এসে আমাদের সাহায্য করছেন, তেমনই এই ম্য়াচেও যেন তাঁরা মাঠে আসেন। লোকাল কিংবা আইএসএল বলে কোনও পার্থক্য নেই। ডার্বি ইজ ডার্বি। আর সেই কথাটা মাথায় রেখেই আমরা প্রস্তুতি নিয়েছি।'

East Bengal FC Dippendu Biswas Kolkata Derby Mohun Bagan Super Giant