Kolkata Derby: বাঙালির কাছে ফুটবল মানেই একটা আবেগ। আর সেই আবেগের জোড়া স্তম্ভ হল মোহনবাগান (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল (East Bengal FC)। শনিবার কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আর সেকারণে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। তবে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ ডেগি কার্ডোজো কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। কারণ সবুজ-মেরুন ব্রিগেডের রিজার্ভ স্কোয়াডে রয়েছেন সিনিয়র দলের ৩ ফুটবলার - দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট এবং কিয়ান নাসিরি।
শনিবার (২৬ জুলাই) কলকাতা ফুটবল লিগে মোহনবাগান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে। প্রসঙ্গত, চলতি মরশুমে এটাই প্রথম কলকাতা ডার্বি ম্য়াচ হতে চলেছে।
Mohun Bagan Super Giant: মোহনবাগান দিবসের অনুষ্ঠান লাইভ দেখতে চান? জেনে নিন টিকিটের দাম
ম্যাচের আগে কার্ডোজো সাংবাদিকদের বললেন, 'আমরা যথেষ্ট ভাল প্রস্তুতি গ্রহণ করেছি। এই দলটা বেশ ভাল পারফরম্য়ান্স করছে। কয়েকটা গুরুত্বপূর্ণ ম্য়াচও আমরা জয়লাভ করেছি। দীপেন্দু, কিয়ান এবং সুহেলের উপস্থিতি অবশ্যই সাহায্য করবে। ওরা স্কোয়াডে থাকবে। এই তরুণ ফুটবলারদের গেম টাইম দেওয়ার একটা বড় সুযোগ থাকবে। আমাদের ক্লাবের লক্ষ্য সেটাই।'
Mohun Bagan Super Giant: মোহনবাগানে যোগ দিলেন তারকা ফুটবলার, আনন্দে আত্মহারা সবুজ-মেরুন সমর্থকরা
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ২০২৪-২৫ মরশুমে মোহনবাগান সিনিয়র দলের হয়ে সুহেল ভাট এবং দীপেন্দু বিশ্বাস যথাক্রমে ১৬ এবং ১৯ ম্য়াচ খেলেছেন। অন্যদিকে, মোহনবাগান অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন কিয়ান নাসিরি। গত ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে তিনি চেন্নাইন এফসি-র হয়ে ১৫ ম্য়াচ খেলেছেন।
Mohun Bagan Super Giant: কলকাতায় তো চলে এলেন অভিষেক, ডুরান্ডেই নামবেন সবুজ-মেরুন জার্সিতে?
কে কী করছে, আমি আগ্রহী নই : ডেগি কার্ডেজো
ডেগির কথায়, 'ওরা তিনজনই যথেষ্ট অভিজ্ঞ ফুটবলার। ইতিপূর্বে সিনিয়র দলের হয়ে খেলেছে। আশা করছি, আমার রিজার্ভ দলকে ওরা সাহায্য় করতে পারবে। অনুশীলনের সময়ই রিজার্ভ দলের সঙ্গে ওদের আলোচনা হয়েছে। প্রত্যেকের মতো এই ম্য়াচে খেলার জন্য ওরাও মুখিয়ে রয়েছে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমার দলের প্রত্যেকটা ফুটবলারের উপর যথেষ্ট বিশ্বাস রয়েছে। অন্য দল কে কী করছে, সেই ব্যাপারে আমি একেবারেই আগ্রহী নই। হতে পারে ওরা ভাল দল। ওদের দলে ভাল ভাল ফুটবলার রয়েছে। তবে আমরা নিজেদের খেলার উপরই ফোকাস করতে চাই। তিনটে পয়েন্ট সংগ্রহ করে আমরা পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠতে চাই।'
Mohun Bagan Super Giant: বিদেশি ছাড়াই মাঠে নামছে মোহনবাগান? ডুরান্ড কাপ ঘিরে বড় সিদ্ধান্ত সবুজ-মেরুনের
শনিবাসরীয় ডার্বি ম্য়াচের জন্য অপেক্ষা করছেন দীপেন্দু বিশ্বাস। তিনি বললেন, 'এই ডার্বি ম্য়াচের জন্য দলের প্রত্যেক ফুটবলারই যথেষ্ট চাঙ্গা হয়ে রয়েছে। প্রত্যেকে এই ম্য়াচের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। আশা করছি এই ম্য়াচটা আমরা জিততে পারব।'
Mohun Bagan Kolkata Derby: ডার্বির আগে ইস্টবেঙ্গলকে নিয়ে 'হেলাফেলা'! আত্ম-অহমিকায় ভুগছেন না তো বাগান কোচ?
Mohun Bagan vs East Bengal 2025: বাঙালির কাছে ফুটবল মানেই একটা আবেগ। আর সেই আবেগের জোড়া স্তম্ভ হল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। শনিবার কলকাতা ফুটবল লিগে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।
Mohun Bagan vs East Bengal 2025: বাঙালির কাছে ফুটবল মানেই একটা আবেগ। আর সেই আবেগের জোড়া স্তম্ভ হল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। শনিবার কলকাতা ফুটবল লিগে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।
ডার্বির আগে চনমনে মেজাজে মোহনবাগান ফুটবলাররা
Kolkata Derby: বাঙালির কাছে ফুটবল মানেই একটা আবেগ। আর সেই আবেগের জোড়া স্তম্ভ হল মোহনবাগান (Mohun Bagan Super Giant) এবং ইস্টবেঙ্গল (East Bengal FC)। শনিবার কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। আর সেকারণে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। তবে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচ ডেগি কার্ডোজো কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। কারণ সবুজ-মেরুন ব্রিগেডের রিজার্ভ স্কোয়াডে রয়েছেন সিনিয়র দলের ৩ ফুটবলার - দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট এবং কিয়ান নাসিরি।
শনিবার (২৬ জুলাই) কলকাতা ফুটবল লিগে মোহনবাগান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে। প্রসঙ্গত, চলতি মরশুমে এটাই প্রথম কলকাতা ডার্বি ম্য়াচ হতে চলেছে।
Mohun Bagan Super Giant: মোহনবাগান দিবসের অনুষ্ঠান লাইভ দেখতে চান? জেনে নিন টিকিটের দাম
ম্যাচের আগে কার্ডোজো সাংবাদিকদের বললেন, 'আমরা যথেষ্ট ভাল প্রস্তুতি গ্রহণ করেছি। এই দলটা বেশ ভাল পারফরম্য়ান্স করছে। কয়েকটা গুরুত্বপূর্ণ ম্য়াচও আমরা জয়লাভ করেছি। দীপেন্দু, কিয়ান এবং সুহেলের উপস্থিতি অবশ্যই সাহায্য করবে। ওরা স্কোয়াডে থাকবে। এই তরুণ ফুটবলারদের গেম টাইম দেওয়ার একটা বড় সুযোগ থাকবে। আমাদের ক্লাবের লক্ষ্য সেটাই।'
Mohun Bagan Super Giant: মোহনবাগানে যোগ দিলেন তারকা ফুটবলার, আনন্দে আত্মহারা সবুজ-মেরুন সমর্থকরা
এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ২০২৪-২৫ মরশুমে মোহনবাগান সিনিয়র দলের হয়ে সুহেল ভাট এবং দীপেন্দু বিশ্বাস যথাক্রমে ১৬ এবং ১৯ ম্য়াচ খেলেছেন। অন্যদিকে, মোহনবাগান অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন কিয়ান নাসিরি। গত ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে তিনি চেন্নাইন এফসি-র হয়ে ১৫ ম্য়াচ খেলেছেন।
Mohun Bagan Super Giant: কলকাতায় তো চলে এলেন অভিষেক, ডুরান্ডেই নামবেন সবুজ-মেরুন জার্সিতে?
কে কী করছে, আমি আগ্রহী নই : ডেগি কার্ডেজো
ডেগির কথায়, 'ওরা তিনজনই যথেষ্ট অভিজ্ঞ ফুটবলার। ইতিপূর্বে সিনিয়র দলের হয়ে খেলেছে। আশা করছি, আমার রিজার্ভ দলকে ওরা সাহায্য় করতে পারবে। অনুশীলনের সময়ই রিজার্ভ দলের সঙ্গে ওদের আলোচনা হয়েছে। প্রত্যেকের মতো এই ম্য়াচে খেলার জন্য ওরাও মুখিয়ে রয়েছে।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমার দলের প্রত্যেকটা ফুটবলারের উপর যথেষ্ট বিশ্বাস রয়েছে। অন্য দল কে কী করছে, সেই ব্যাপারে আমি একেবারেই আগ্রহী নই। হতে পারে ওরা ভাল দল। ওদের দলে ভাল ভাল ফুটবলার রয়েছে। তবে আমরা নিজেদের খেলার উপরই ফোকাস করতে চাই। তিনটে পয়েন্ট সংগ্রহ করে আমরা পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠতে চাই।'
Mohun Bagan Super Giant: বিদেশি ছাড়াই মাঠে নামছে মোহনবাগান? ডুরান্ড কাপ ঘিরে বড় সিদ্ধান্ত সবুজ-মেরুনের
শনিবাসরীয় ডার্বি ম্য়াচের জন্য অপেক্ষা করছেন দীপেন্দু বিশ্বাস। তিনি বললেন, 'এই ডার্বি ম্য়াচের জন্য দলের প্রত্যেক ফুটবলারই যথেষ্ট চাঙ্গা হয়ে রয়েছে। প্রত্যেকে এই ম্য়াচের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল। আশা করছি এই ম্য়াচটা আমরা জিততে পারব।'